ধৈর্যের জয়

ধৈর্যের ফলেতো হবে জয়
ব্যত্যয় ঘটলে হয় বিপর্যয়
প্রতিদ্বন্দ্বীতে জয় পরাজয়।

পরাজয়েও মর্যাদার লুপ্তি
ভাগ্যের ফলও থাকে সুপ্তি
ইজ্জতের ফল হয় ব্যাপ্তি।

উন্নতি করেনা যারা ক্ষিপ্ত
সুনাম ও যশ হয় নিক্ষিপ্ত
ইজ্জত মর্যাদা রয়না গুপ্ত।

ছড়িয়ে ছিটিয়েই রয় খ্যাতি
চলতে হবে টিক করে মতি
মান ও সম্মানে বাড়ে জুতি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *