নামাজ অন্যতম ইবাদত
নামাজ ইসলামের একটি ইবাদত অন্যতম
ফরজ হয়েছে করা যা মুসলমানদের জন্য
শুদ্ধভাবে করলে পালন স্বর্গ করে সাগতম।
কালিমা পাঁচটি রোকনের মধ্যে হলো প্রথম
নামাজের স্থানও এর মধ্যেই রয়েছে দ্বিতীয়
কালিমার পর মুমিনরা নামাজের কর যতন।
মুসলমান প্রত্যেকের গুরুত্বসহ নামাজ পড়া
যা মন্দ থেকে রাখে দূরে শরীরের উপকারী
নিয়মের সাথে পালনে পরো জীবন হয় গড়া।
শরীরের জন্য প্রতিদিন ব্যায়াম করে থাকি
নামাজের মাধ্যমে ব্যায়াম চর্চাও মুসলমান
হিসেবে সবে যেন একে আঁকড়ে ধরে রাখি।
যারা স্নেহে নামাজ নিয়মিত আদায় করেন
নামাজকে ভালোবেসে সঠিকভাবে পড়েন
তারাই তো পরকালে কল্যাণের পথ ধরেন।