নিকৃষ্ট
প্রতারণায় মানুষের ঈমান দুর্বল হয়,
দুর্বল হলে ঈমান শান্তিতে নাহি রয়।
দোয়া কবুলের পথও বন্ধ হয়ে যায়,
ইহ পরকালে তারা দুঃখ ও কষ্ট পায়।
ধোকার ফলে কবুল ও হয় না দোয়া,
প্রতারণায় পড়ে যারা দেয় বদদোয়া।
সর্বোপরি প্রতারণা জাহান্নামে ঠেলে,
দুনিয়া আখেরাতে শান্তি নাহি মিলে।
রাসুল (সঃ)এর দল থেকে দূরে চলে,
সাফায়াত পায় না ধান্দাবাজির ফলে।
প্রতারক আর ধান্দাবাজ কত নিকৃষ্ট,
দুনিয়া আখেরাতে তারা হবেনা শ্রেষ্ঠ।
ইহকাল ও পরকালের কল্যাণের পথে,
সঠিক চললে শান্তি পাবে আখেরাতে।