নিরীহ জননী
কতকাল চলেই গেল
তোমার দেখা না হলো
কেন এমন তুমিই বল?
সময় কত কষ্টে যায়
দিল মোর দুঃখ পায়
কেবল তোমার দায়!
আমার দুর্ভোগ বিরহ
জ্বালাতন কত দূরুহ
অসাক্ষাতেও নিরীহ!
বসেছি নিরিহের মত
মনে দুঃখ আছে যত
লুকিয়ে রেখেছি শত!
জন্মদাতা মা যা ভাবে
সন্তানের মা হলে তবে
যন্ত্রনার ফল যত পাবে!