নির্বাচনী হাওয়া
কে তুমি ডাকছো মোরে,
ছিলাম কত ঘুমের ঘোরে।
এখন কত যে গভীর রাত,
কেমনে দিন রজনী পাত।
কত কি আর বলব ভাই,
মনে কোনোও শান্তি নাই।
নির্বাচনী হাওয়ার জোর,
বলো কেমনে থাকি দূর।
কঠিন ভূমিকা নিতে হবে,
সহকর্মী ভাই প্রার্থীই যবে।
প্রতিদ্বন্দ্বী অনেক আছে,
থাকতে পারিনা ও পাছে।
বেশি প্রতিযোগি ই যাতে,
বলিষ্ঠ ভাবে থাকব সাথে।
মিলে মিশে করলে কাজ,
হারি বা জিতি নাই লাজ।