নিষ্কৃতি মিলে
বিত্ত বৈভব ও খ্যাতি পরিপূর্ণ যাঁদের
সমাজের সকল স্থানে অধিক সুনাম
মান সম্মান ও ইজ্জত আছে তাঁদের।
ব্যক্তি সমাজ গোষ্ঠী নির্দেশ মত চলে
ছোট বড়ো যুবক আবাল বৃদ্ধ বনিতা
সর্ব স্তরে তাদেরকে দু:খে কষ্টে মিলে।
অনাথ এতিম আর নি:স্ব আছে যারা
যতো অভাব অনটন দুর্ভোগ ও কষ্টে
সব সময় সাহায্য সহায়তা পায় তারা।
আল্লাহ তায়ালার মেহেরবানীর ফলে
পৃথিবীতে যত অসহায় নিরাশ্রয় আর
অন্ন বস্ত্র গৃহহীন সব তাঁর কৃপায় চলে!
সৃষ্টার করুণা অসংখ্য অগনিত কতো
সঠিকভাবে এবাদতের মাধ্যমে লোকে
তাঁর কৃপার ফলে মুক্তি পায় শত শত !