নীরবে হত্যা করছে !
ডাক্তারদের প্রেসক্রাইবে নিয়ম নেই
ফুড সাপ্লিমেন্ট তা ছাড়া এসব ফুড
সাপ্লিমেন্ট ফার্মেসি গুলোর যে বিধি
নিষেধ আছে বিক্রির ওপর কিন্তু কে
শোনে কার কথা তা আছে যেইসেই।
করে যাচ্ছেন অনায়াসে এসব তারা
কোন নিয়মনীতি তোয়াক্কা না করে
আজকাল বাজারে ঔষধ বিক্রি হয়
মুদি দোকানে পেট ব্যথা সর্দি কাশি
বাত ব্যথার ঔষধ সাপ্লাই দেয় যারা।
ঔষধ প্রশাসনের তরফ থেকে বলে
তদারকি করার দায়িত্ব তাদের নয়
এড়িয়ে তো যাচ্ছেন সিভিল সার্জন
অফিস মানের পাশাপাশি ঔষধের
দামেই এখন রম রমা বাণিজ্য চলে।
যারা মানুষকে নীরবে হত্যা করছে
খাদ্যে ভেজাল মিশিয়ে এই ধরনের
অপরাধে শাস্তি তাদের ছয় মাসের
কারাদন্ড নানা অঙ্কেরই জরিমানার
বিধান থাকলেও কেউই না মানছে!
লোক দেখানো অভিযান কত করে
মাঝে মধ্যে দু’একটি পরিচালনা ও
জেল জরিমানা হলে নির্মূল করাত
যায়না ভেজাল খাদ্যে বছরেই চার
লাখের ক্যান্সার হয় আর কত মরে!