পণ্য নিয়ে ধন্য
দুপুর গড়িয়ে সন্ধ্যা,
বাজার হাটে ধান্দা।
কেউ বিক্রির দায়,
ঠিক ক্রেতানি পায়।
বসেছে নিয়ে পণ্য,
অনেকে হয়েছে ধন্য।
সন্ধ্যা গড়িয়ে রাত,
যায় কষ্টে দিন পাত।
গরীব দুঃখী যারা,
কত দুর্ভোগে তারা।
ধনী বিত্তশালী যত,
সুখে আছে যে শত।
সাত সকালে গন্ডগোলচতুর্দিকে ছুটছে মানুষকোলাহল আর হুলস্থূল! দৌড়াদৌড়ি করে যায়কার আগে কে পৌঁছবেদুর্ঘটনা যে দেখতে পায়! চৌরাস্তার একটি মোড়বিরতিহীন বাস গাড়িটিদুর্ঘটনায় রয়েছে যে দূর! দুমড়ে মুচড়ে যায় গাড়িকত হতাহত আছে পড়িলোকে তুলে তাড়াতাড়ি! নিহত পড়ে রয়েছে যারাউপস্থিত সকল ব্যস্ততায়কেমনে বাড়ি নেয় তারা! আহতের সংখ্যা ও যতবাহনে তুলে ওদের লয়চিকিৎসালয়ে নেয় দ্রুত।
কত দূরে চলে গেছো তোমরাযাওয়ার হয়েছে অনেক দিনপ্রতিদিনই ফোনে যা কথা হয়তারপরও কেনো যেন কেউইখুব শান্তিতে নেই তো আমরা! রাইফাকে নিয়েই তাইফা সাথেচলতো সারাক্ষণ খেলায় তারাহাসি খুশিতেও সময় কাটাতোকখনোবা তারা আমাকে নিয়েপায়চারিও করতো ধরে হাতে। সকলে মিস করছি তোমাদেরওরা দুজন হৈ চৈ করতো কততাদের একজন আছে সাথেওর বিরহে সবই নিরব থাকতখুশিতে ধারে কাছে আমাদের। আল্লাহর…
নিত্য নতুন কতো কিছু দেখিআজগুবি আরোও যত লিখি! পূর্বে অস্তিত্বই ছিলো না কোনপ্রতিনিয়ত এখন চলছে যেন! কতো কিছু আর লিখে যাবোজানিনা কবে যে শান্তি পাবো! পথে ঘাটে যতো বাসা বাড়িতেমোটর সাইকেল আর গাড়িতে! পরনের প্যান্ট কত তালি মারাখাম-খেয়ালী মতো চলে তারা! কেউ হাঁটুর উপরে প্যান্ট পরেছতর ঢাকে না গর্ববোধ করে! এখন যেনো চলছে কলির যুগকবে…
আশে পাশেই কতো অসহায় লোকআমরা প্রতিদিন দেখতে পাই তৃপ্তিমত খাদ্য না পেয়ে যারা মানবেতরজীবন যাপন অতিক্রম করে যাচ্ছেতাদের মনে রয় শতো অশান্তি দু:খ। আরো কতো কিছুরই অভাব থাকেপরনের বস্ত্র মাথা গুজানোর ব্যবস্থাকোনোটাই তাদের সুষ্ঠু সঠিকভাবেনা থাকায় তারা ছিন্ন পোশাক পরেজীর্ণ কুটিরে মস্তকটি গুটায়ে রাখে। শ্রেষ্ঠ জাতি তারা আমাদেরই মতোসময়ের বিবর্তনে বা ভাগ্যের নির্মমপরিহাসে এহেন কঠিন…
স্বপ্নগুলো সত্যি করার পেছনে যদি ছুটে না চলেএখন থেকেই কেউ তা বাস্তবায়নের জন্যেও তবেএকদিন তাকে কাজ করতে হবে যেনো অন্যদেরঅধীনে তাদের স্বপ্নগুলোকেই সত্যি করার ছলে! সকলের স্বপ্ন আর তাদের মাঝে আছে অজুহাতপ্রতিবন্ধকতা মূল যে মুহূর্ত থেকেই অজুহাত বন্ধকরে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে স্বপ্ন আরস্বপ্ন নয় সেটি বাস্তব রূপ নিতে কর দিনাতিপাত! অক্লান্ত শ্রমে…
রাতের প্রকৃতি যতো মনোরম রয়তখন নীল আকাশ কতোই যেনোনিরব শান্ত আর মন মাতানো হয়। যাদের সময় আরো সুযোগ থাকেনীরব নিস্তব্ধ রাতের স্নিগ্ধ কোমলপ্রকৃতি যত ওরা ভোগ করে ফাঁকে। নিঃসন্দেহে বিহ্বল হয়ে যায় যারারজনীর স্নেহে কত মজে রয় আরপ্রকৃতির মাধুর্যও ভোগ করে তারা। নির্জন আকাশে যে চাঁদের আলোশত মনোরম রয় তেমনি অন্তরংগবন্ধুর কথাও অনেক লাগে ভালো।…