পথশিশুদের কল্যাণে
আমরা চাই না যে শিশুরা থাকুক পথে,
ফিরে আসুক তারা ঘরে সেখান হতে।
সরকারি ও বেসরকারি উদ্যোগ নিলে,
নিরাপদ আবাসন জীবন যাবে মিলে।
পথশিশুর উন্নয়ন পরিচালনা যে চলছে ,
আশ্রয়ের কার্যক্রম শুরু হবে ই বলছে ৷
সেখানে শিশুদের হবে থাকা-খাওয়া,
নিরাপত্তাসহও করবে নাওয়া-ধাওয়া।
প্রাথমিক শিক্ষা বাধ্য করেছে সরকার,
পথশিশু বুঝে নাই শিক্ষার যে দরকার।
তাদের চাহিদা সকল পূরণ করা হলে,
শিক্ষার প্রতি আগ্রহী হবে তারা ফলে।
পরিচ্ছন্ন পোশাক তাদেরও থাকতে হবে,
পেট ভরা খাবার থাকে যদি স্কুলে যাবে।
শিক্ষা শেষে বয়স হলে পাবে তারা সব,
ভোকেশনাল ট্রেনিং করে পাবেই জব।