পরিতুষ্ট
সব বাধা বিঘ্ন এড়িয়ে গেলে
কাজ কর্মে প্রবল গতি এনে
আল্লাহ পাকের উপর ভরসা
আরো অগাধ বিশ্বাস রেখে
চলতে থাকলে শান্তি মিলে।
কোন কাজে নিয়োজিত যে
ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে
প্রতিনিয়ত চেষ্টা চালানো ও
নিরবচ্ছিন্ন তপস্যা সাধনায়
পরিপূর্ণ সফলকাম হয় সে।
প্রত্যেকটি কাজে আছে কষ্ট
কঠোর পরিশ্রম তপস্যা এবং
সাধনার ফলে কার্য সম্পাদন
করে উন্নতি অর্জন করলে ই
তবে মন প্রাণ থাকে পরিতুষ্ট।
যে অক্লান্ত পরিশ্রম করে যায়
সত্য এবং ন্যায় নিষ্ঠাবান হয়ে
আল্লাহ তায়ালা এবং রাসুলে
করিম (স.) এর প্রদর্শিত পথে
চলে ইহ পরকালে শান্তি পায়।