পরিবর্ধন
অসহায়ত্বের অনুভূতি মানসিক ভাবে পীড়া দেয়
এই অনুভূতি সবার মধ্যে থেকে সমস্ত ইতিবাচক
চিন্তাধারাকে একটি মুহুর্তে শত অবশ করে নেয়।
একজন অসহায়কে সাহায্য করলে ক্ষতির নয়
সাহায্যের ফলে ধন সম্পদ বা মানসিকভাবে যে
কোনো ব্যক্তি সর্বস্বান্ত আর বিপর্যস্ত হয়ে না রয়।
অসহায়কে হেল্প করলে অসচ্ছলতায় নাহি ধরে
হয়তো সবার একটু আধটু সাহায্য করার জন্যে
একজন অসহায়ের অবস্থাই বদলে যেতে পারে।
আমাদের সকলের যেন হাত রয়েছে দুটো করে
এর মধ্যে একটা নিজেকে সাহায্য করার কাজে
অপরটা অন্য অসহায়দের সহায়তা করার তরে।
জীবনে কতো কিছুই ফিরে আসে বা আনা যায়
কিন্তু সময়কে আবার কখনো তো আনা যাবেনা
সময়ের কাজ সময়ে না করলে অসহায়ত্বে পায়।