পরিবেশ
কত যে মহা জটিল স্থান এই পরিবেশ!
আমরা দেখি যতটা স্বাভাবিক ভাবে
তার থেকে অনেক বেশি অস্বাভাবিক
ব্যাপার দৈনন্দিনই ঘটছে স বিশেষ।
পিঁপড়া ও ঘাসফড়িং এর কাহিনি গল্প
পড়েছি সকলে মোরা যেথা গ্রীষ্মকালে
পিঁপড়ার অক্লান্ত পরিশ্রমের কত ঘটনা
অবগত সবাই অধিক না হলে ও সল্প।
পিঁপড়া একান্ত পরিশ্রমই করে নির্ঘুম
স্বাভাবিক ভাবে কখনো যে না ঘুমিয়ে
অনবরত খাবার জোগাড় করে যায়
যখন আমরা অনেকে বেশী দেই ঘুম।
পৃথিবীর সর্ব স্থানে আছে ঘাসফড়িং
শাক-সবজি , ধান, পাট সহ ফসলের
কচি পাতা খেয়ে অনেক ক্ষতি করে
উড়ে চলে বেড়ায় করে তিড়িং বিড়ং।
মৌমাছি নেচে বেড়ায় যত ফুলে ফলে
বিশ্বের সর্বত্র পাওয়া যায় এদের খুঁজে
কত দূর দূরান্তে ভ্রমণে সংগ্রহ করে মধু
তারা শৃঙ্খলাবদ্ধ এবং চলে দলে দলে।