পরিশ্রমী
ক্ষুদ্র প্রাণী পিঁপড়া অক্লান্ত পরিশ্রম করে
পিঁপড়ার দেহের ওজনের তুলনায় ২০ গুণ
বেশি বহনের ক্ষমতা তাদের শরীরে ধরে।
পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির আছে
পিঁপড়া খুবই পরিশ্রমী তারা ওদের মত মেধা
কাজে লাগালে আমাদের সফলতা রয়েছে।
অলস ব্যক্তিরা কখনো পারে না হতে সফল
বুদ্ধি থাকলেও একনিষ্ঠ কাজের অভাবেই
সকলের পেছনে থাকে ফলে সব হয় বিফল।
প্রত্যেকের মধ্যে রয়েছে প্রবল আবেগ শক্তি
সঠিক সময়ে সিদ্ধান্ত এবং কঠোর পরিশ্রম
না করলে সবার পিছনে থাকে চলেনা যুক্তি।
আমরা মিলেমিশে যদি থাকার করি চেষ্টা
একে অন্যের বিপদে পাশে তাদের দাঁড়াই
তাহলে এর সুফলে করবো অনেক প্রতিষ্ঠা ।