প্রকৃতি কন্যা জাফলং

সিলেটের জাফলং পরিচিত একটি নামে
সারা দেশে প্রকৃতি কন্যা হিসাবে খাসিয়া
জৈন্তা পাহাড়ের পাদদেশে যাহা অবস্থিত
জাফলং প্রাকৃতিক সৌন্দর্যেরই অপরূপ
লীলাভূমি পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে
বিছানো পাথরের স্তূপ আকর্ষণীয় দামের।

জাফলং গোয়াইনঘাট উপজেলারই মধ্যে
সিলেটের একটি পর্যটনস্থল যেন সিলেট
শহর থেকে বাষট্রি কিলোমিটার উত্তর ও
পূর্ব দিক ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে
খাসিয়া জৈন্তা পাহাড় পাদদেশে অবস্থিত
পাহাড় ও নদীর অপূর্ব সম্মিলন সান্নিধ্যে।

বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল
হিসেবে পরিচিত এই এলাকাটি সীমান্তের
ওপারেও ভারতীয় পাহাড় ডাউকি পাহাড়
হতে বিরামহীন যে প্রবাহমান জলপ্রপাত
ঝুলন্ত ডাউকিব্রীজ পিয়াইন নদীর হিমেল
স্বচ্ছ পানি উঁচু পাহাড়ের গহিন অরণ্য বন।

পর্যটকদের দারুণ ভাবেই মোহাবিষ্ট করে
শুনশান নিরবতার কারণে এলাকাটি এই
দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশী-বিদেশী
পর্যটকরা ছুটে যে আসেন এখানে প্রকৃতি
কন্যা ছাড়া আর জাফলং পিকনিক স্পট
বিউটি স্পটও রূপের রাণী বলে নাম ধরে।

আকর্ষণটিই আলাদা যারা ভ্রমন পিয়াসী
সিলেট ভ্রমণে এসে জাফলংয়ে না গেলে
ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায় সেথা শীত
আর বর্ষা মওসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন
বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যে অন্য
মাত্রায় ফুটে উঠে মনেও থাকে হাসি খুশী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *