প্রত্যাখ্যান

মানুষ অন্যদেরে করে অবহেলা
সে জন্য হয়ে যায় ওদের নতমুখ
নিরব আর নিস্তব্দে-ভেজে চোখ।

উৎসব থেকেই ফিরে প্রত্যাখ্যান
আরো অনিচ্ছা নির্বাসন নেওয়া
বুক ভরপুর ঘোলাটে আরো ম্লান।

বন্ধু ছাড়া আসল ও শোভন কষ্ট
আর কে দেবে জন্ম থেকে কার
কপাল পুড়েছে সবই হয়েছে নষ্ট।

কতো জনের তো সব হয়েছে নষ্ট
দু:খ যন্ত্রণা যাতনা কত বেশী সহ্য
করা যায় কষ্ট যদি বা হয় হৃষ্টপুষ্ট।

সৃজনশীল উপলব্ধি করায় ক্রোধ
যত সৃজনশীলতা ব্যক্তিদের কষ্ট
দূরে ফেলতেই জাগে শক্তি বোধ।

প্রতিটা মানুষের দুঃখ-কষ্ট থাকে
কিন্তু যা কেউ জানতেও পারে না
সে যখন দুঃখ পোষণ করে রাখে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *