আরো প্রয়োজন
প্রয়োজনের নেই কোন শেষ
যার জন্যে কষ্টের যতই রেশ।
ছোট বড় কিশোর যুবক বৃদ্ধ
সকলের চাহিদার করে লব্ধ।
সকাল দুপুর বিকেল সন্ধ্যা
শুধু চাই আর চাই ‘র ধান্দা।
যারাই শিশুদের অভিবাবক
তাঁরা ওদের আরো যা যুবক,
যত আছে প্রয়োজন মেটায়
অনায়াসে বা কষ্টে জোটায়।
বড় রয়েছে যত মানুষ যেথা
পরিশ্রমে অর্জন করে সেথা।
বৃদ্ধ লোক যারা যতই আছে
ছেলে মেয়েও অন্যের কাছে,
প্রয়োজনের যাবতীয় ও যত
আদায় করে তাঁদের মন মত।