প্রেসক্রিপশন
মানুষের জীবনে যা দু:খ কষ্ট থাকে
দুর্ভোগ দুর্গতি ব্যথা বেদনা উপশম
করতেও সুযোগ খুঁজে তারা ফাঁকে।
যাতনা লাগবে চিকিৎসককে দেখায়
পরীক্ষা আর নিরীক্ষা শেষে ডাক্তার
দিয়ে রোগের প্রেসক্রিপশন লেখায়।
ঔষধের জন্য ফার্মেসিতে তখন যায়
ব্যবসায়ীদের নিকট থেকে তা কিনে
নিয়ে মানুষ তার জীবন বাঁচাতে চায়।
সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্য
সুযোগ নিয়ে যতো মেয়াদোত্তীর্ণ আর
ভেজাল ঔষধ বেচার তরে থাকে হন্য।
ব্যবসায়ীরা মুনাফার কত সুযোগ পায়
ধনী গরীব পুরুষ মহিলা ও ছোট বড়ো
সর্বস্তরের মানুষও ঔষধ কিনতে যায়।
ঔষধ কিন্তু জীবন এবং মরনের খেলা
কতো মানুষের সুচিকিৎসা আর সঠিক
ঔষধ না পাওয়াতেই সমাপ্তি হয় বেলা।
সমাজের মানব সেবা দানকারীই যাঁরা
ইহ পরকালে কল্যাণ পেতে লোকদের
আল্লাহর ওয়াস্তে কষ্ট দিবেন না তাঁরা।