ফরসেজ কি?-Forsage এ কিভাবে কাজ শুরু করব?-Forsage Income Plan A to Z

Digital Bangla 360সেপ্টেম্বর ০৪, ২০২২

Forsage Income Plan A to Z

বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে একটি মানুষ অন্য একটি মানুষের উপর বিশ্বাস রাখতেই অনেকেই দ্বিধা বোধ করে সে ক্ষেত্রে অনলাইন ভিত্তিক কোম্পানিগুলোর উপর আস্থা বা বিশ্বাস রাখাটা অনেকটা কষ্টসাধ্য।

আপনাদেরকে যদি আরো সহজ ভাষায় বলি তাহলে বলতে হয় ধরুন একটি পরিবারে যদি পাঁচ জন মানুষ থাকে তাহলে পাঁচজন মানুষ কিন্তু এক রকম হয় না তাদের চারিত্রিক , মানসিক এবং বৈশিষ্ট্যগত ভিন্নতা থেকে থাকে।

ঠিক তেমনি অনলাইন ভিত্তিক যে কোম্পানিগুলো রয়েছে এদের মধ্যে প্রতিটা কোম্পানি যে ভালো আবার প্রতিটা কোম্পানি যে খারাপ এমনটা কিন্তু নয়।

এদের মধ্যে অনেক কোম্পানি রয়েছে যারা ভালো আবার অনেক কোম্পানি রয়েছে যারা ফেক হয়ে থাকে। (forsage.io ki)

 যদিও অনলাইন মার্কেট প্লেসে বেশির ভাগ কোম্পানি এমন রয়েছে যারা মার্কেটে এসে কাজ করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলে যায় । তবে সব কোম্পানি যে এমন এমনটা কিন্তু নয় ।

আবার অনলাইন ভিত্তিক অনেক কোম্পানি রয়েছে যারা বিশ্বস্ততা অর্জন করে কাজ চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে AZ Coiner all in one crypto currency Free And Trading অ্যাপের মত। ( forsageio )

তবে বিশেষ বিশেষ কিছু কোম্পানি রয়েছে যেগুলোর প্রযুক্তি এবং ফিউচার প্ল্যান দেখে আমরা সেখানে কাজ করার আগ্রহ খুঁজে পাই ।

আপনাদের বোঝার সুবিধার জন্য উদাহরণ স্বরূপ বিটকয়েনের কথাই বলা যাক। বিটকয়েন যখন মার্কেটে নতুন এসেছিল 2009 সালে তখনও কিন্তু  বিটকয়েনকে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেনি ।

কিন্তু এখন আপনারা দেখতে পারছেন বিটকয়েন  এখন পৃথিবীতে অবস্থান করতে আছে ব্লক চেইন ভিত্তিক ডিসেন্ট্রালাইজ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ও কয়েন হিসেবে । (forsage ki)

আজকে আপনাদের মাঝে নতুন একটি কোম্পানি সম্পর্কে আলোচনা করা হলো সে কোম্পানিটির নাম হল Forsage ।

আর এই  Forsage ব্লক চেইনের অধীনে রয়েছে এবং এটি একটি ডিসেন্ট্রালাইজ বা হাই সিকিউরিটেড প্লাটফর্ম ।

যখন কোন কোম্পানি ব্লক চেইন এর অধীনে থাকে তখন কিন্তু অন্য কারো ওই কোম্পানিটির উপর কোন ব্যক্তিগত হস্তক্ষেপ থাকেনা ।

আর সেদিক বিবেচনায় এই Forsage কোম্পানিটির উপর আমরা অনেকটা বিশ্বাস বা আস্থা রাখতে
পারি ।

আপনারা আরো জেনে খুশি হবেন পৃথিবীতে এই প্রথম এই ধরনের এই কোম্পানিটি ডিসেন্ট্রালাইজ  ব্লক চেইন ভিত্তিক প্রযুক্তি নিয়ে চলে এসেছে ।

আর এখান থেকে কাজ করে আপনারা লক্ষ লক্ষ ডলার বা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আর অনেকেই কিন্তু এই কোম্পানিটির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে আবার অনেকে করার পথে আছে সেটার প্রমাণ আপনাদের সামনে এই রিভিউ এর মাধ্যমেই তুলে ধরা হলো ।

এই কোম্পানিটি থেকে আপনারা কিভাবে ইনকাম  করবেন ?

সে বিষয়ে পূর্ণাঙ্গ এ টু জেড সম্পূর্ণ একটি ধারণা আপনাদের মাঝে নিচে তুলে ধরা হল । ( What is Forsage ?

Forsage কি ?

এখন আপনাদের সামনে যে কোম্পানিটি সম্পর্কে উপস্থাপন করা হবে সে কোম্পানিটির নাম হল  ফরসেজ ওয়েবসাইট ।

এটা অনেকটা MLM কোম্পানির মত মনে হলেও এটা MLM কোম্পানি মত নয় ।

কিন্তু এই ফরসেজ ওয়েবসাইটের কার্যক্রম নেটওয়ার্ক মার্কেটিং এর মতো অনেকটা বলা যেতে পারে ।

তবে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হিসেবে এই কোম্পানিটি প্রথমবারের মতো ব্লক চেইন এর হাত ধরে এসেছে এই ধরনের কার্যক্রম নিয়ে ।

এই কোম্পানিটি সর্বপ্রথম রাশিয়ান নাগরিক মিস্টার লারু 31 জানুয়ারি 2020 সালে তৈরি করেন এবং পরবর্তীতে একটা সময় এই কোম্পানিটিকে ব্লক চেইনের অধীনে দিয়ে দেয় ।

এখন অনেকে প্রশ্ন করতে পারেন এক্ষেত্রে মিস্টার লারুর লাভ কি ? 

মিস্টার লারু ফরসেজ কোম্পানির  ব্লক চেইনের অধীনে দিয়ে দিয়েছে ঠিকই কিন্তু লাইফ টাইম কমিশন সে ঠিকই পাবে । (forsage logo)

এর কারণ হচ্ছে তিনি যেহেতু এই কোম্পানির টপ লিডার , তিনি প্রথম জয়েন হয়েছেন এবং এই কোম্পানিটি ম্যাট্রিক্স সিস্টেমে চলে সেহেতো বলা যেতে পারে যত মানুষ এখানে জয়েন হবে তাদের থেকে মিস্টার লারু একটি কমিশন পেয়ে যাবেন ।

আপনারা সকলে হয়তো জানেন ডিসেন্ট্রালাইজ কোম্পানিগুলো কখনো হ্যাক করা যায় না এটি অধিক ক্ষমতা সম্পন্ন সিকিউরেটেড প্ল্যাটফর্ম ।

অর্থাৎ এই কোম্পানির সকল কার্যক্রম ব্লগ চেইনের আন্ডারে থাকে ।

বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন বা এক্সপার্ট ব্যক্তিরা বলে থাকেন এই ফরসেজ কোম্পানিটি ধ্বংস হওয়ার কোন সম্ভাবনা নেই , যদি পৃথিবী থেকে ইন্টারনেট  ধ্বংস হয়ে যায় তাহলে কেবল এই ফরসেজ কোম্পানিটি ধ্বংস হয়ে যাবে তাছাড়া সম্ভব নয় ।

তাহলে আমরা অনেকটাই বুঝতে পারছি এই কোম্পানিটির কাজ করার বিশ্বাসযোগ্যতা 100%  এবং এখানে 0% রিস্ক রয়েছে ।

দুনিয়াতে যতগুলো এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো এসেছে তখন কিন্তু এগুলো ব্যক্তি মালিকানা বা ব্যক্তি নিয়ন্ত্রণে চলে , আর কিছুদিন কাজ করার পর তারা আবার ঠিক চলে যায় মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ।

আর ফরসেজ কোম্পানিটি যেহেতু ব্লক চেইনের অধীনে নিয়ন্ত্রিত সেহেতো বলা যেতে পারে এটার চলে যাওয়ার সম্ভাবনা নেই । ( ফরসেজ ওয়েবসাইট কি ? )

ফরসেজ কোম্পানি ফুল ইনকাম প্ল্যান কি ?

ফরসেজ কোম্পানি থেকে তিন ভাবে ইনকাম করা যায় যেগুলো হল Active Upline Income ( একটিভ আপলাইন ইনকাম), Active Downline Income ( একটিভ ডাউন লাইন ইনকাম ) , Active Recycle Income ( একটিভ রিসাইকেল ইনকাম ) ।

এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন সে বিষয়গুলোকে আপনাদের মাঝে আলোচনা করা হলো আপনাদের বোঝার সুবিধার জন্য । ( forsage company details )

Active Upline Income

ফরসেজ কোম্পানি থেকে ইনকাম করার প্রথম যে ধাপটি রয়েছে সেটির নাম হল Active Upline থেকে  Income । 

Active Upline Income  কি ? এবং এখান থেকে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হল ।

 ফরসেজ কোম্পানিতে যারা সব সময় কাজ করে বা একটিভ থাকে এবং কোম্পানি থেকে বিভিন্ন অফার গ্রহণ করে ইনকাম করে থাকে তাদেরকে Active Upline বলা হয়ে থাকে ।

আরো সহজ করে উদাহরণস্বরূপ বলা যায় Digital Bangla 360 কোম্পানিটির বিশ্বব্যাপী কমিউনিটি রয়েছে ইউটিউবে , ইনস্টাগ্রাম ,  ফেসবুকে  এবং টিকটক চ্যানেলে ।

সে ক্ষেত্রে Digital Bangla 360 কোম্পানির যে রেফার কোড রয়েছে সেটি ব্যবহার করে অনেক মানুষ ফরসেজ কোম্পানিতে প্রতিদিন জয়েন হচ্ছে এবং আগামীতেও হবে । (busd forsage io)

এখন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন এখানে জয়েন হওয়ার ফলে ফরসেজ কোম্পানির লাভ হবে আপনাদের কোম্পানির রেফার কোড ব্যবহার করার কারণে আপনাদের Digital Bangla 360 কোম্পানির লাভ হবে এক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের কি লাভ হবে ?

এটা বুঝানোর জন্য আপনাদেরকে সহজ ভাবে আরও একটি উদাহরণ দেই আর সেটি হল ধরুন আপনি আজকে Digital Bangla 360 কোম্পানির রেফার কোড ব্যবহার করে ফরসেজ কোম্পানিতে  জয়েন হলেন তাহলে পূর্ব দিন বা এর আগের দিন এই কোম্পানিতে যারা জয়েন হয়েছিল তারা কিন্তু কমিশন পেয়ে যাবে ।

আবার আপনি যেদিন জয়েন হয়েছেন তার পরের দিন যারা জয়েন হবে তাদের থেকে আপনি কিন্তু কমিশন পেয়ে যাবেন ।

আর এখানে ধারাবাহিকভাবে এই কোম্পানির রেফার কোড ব্যবহার করে যত বেশি মানুষ জয়েন হবে তত বেশি আপনারা Active Upline Income পেয়ে যাবেন ।

তাছাড়া আপনি যদি ইন একটিভ আপলাইনের মাধ্যমে জয়েন হন তাহলে কিন্তু এই ধারাবাহিকভাবে কমিশনের সুযোগ পাবেন না ।

আমাদের Digital Bangla 360 কোম্পানিটির  রেফার কোড হল 652000 । এই কোডটি ব্যবহার করে আপনারা ফরসেজ কোম্পানিতে যদি জয়েন হন তাহলে ধারাবাহিকভাবে কমিশন পেতে থাকবেন লাইফটাইম । ( ফরসেজ আপলাইন ইনকাম কি ? )

Active Downline Income

ফরসেজ কোম্পানি থেকে ইনকাম করার পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি হল Active Downlinomeএখন আপনাদের অনেকের মনে একটি প্রশ্ন থাকতে পারে একটিভ ডাউনলাইন কি এবং এখান থেকে কিভাবে কমিশন পাওয়া যাবে ?

আপনাদেরকে বোঝানোর জন্য একটি সহজ উদাহরণ দেওয়া হল Digital Bangla 360 কোম্পানির রেফার কোড ব্যবহার করে যারা জয়েন হবে তারা মূলত অ্যাক্টিভ আপলাইন কমিশন পাবে।

আরো সহজ ভাবে বুঝিয়ে বলি ধরুন আপনি Digital Bangla 360 কোম্পানির রেফার কোড ব্যবহার করে ফরসেজ কোম্পানিতে জয়েন হলেন সে ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ আপলাইন কমিশন পাবেন এবং এখানে জয়েন হওয়ার পর আপনার যে রেফার কোড থাকবে সেটার মাধ্যমে যদি অন্য কাউকে জয়েন করাতে পারেন ।

সে ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ ডাউনলাইন কমিশন পেয়ে যাবেন ।

আর প্রতিটি রেফার করার জন্য আপনারা 10 BUSD কমিশন পেয়ে যাবেন এবং এভাবে অগণিত রেফার করে অগনিত টাকা ইনকাম করে নিতে পারবেন ।

আর যদি আপনারা এখানে রেফার করতে না পারেন তাহলেও কিন্তু Active Downline কমিশন পাবেন না কিন্তু Active Upline কমিশন ধারাবাহিকভাবে পেতেই থাকবেন ।

আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কমপক্ষে দুইজন রেফার করাতে পারেন।

আর এভাবে যদি সবাই দুইজন করে রেফার করাতে পারেন তাহলে কিন্তু আপনাদের কমিউনিটি অনেক বড় হবে এবং এখান থেকে হিউজ পরিমান লক্ষ লক্ষ বা কোটি টাকার উপরে ইনকাম করতে পারবেন । (forsage meaning in hindi) 

আপনি দুইজনকে যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে $20 ডলার পেয়ে যাবেন অর্থাৎ প্রতিটা রেফারের জন্য $10 ডলার করে ।

আর এখানে কিন্তু আপনাদের ইনভেস্ট করা  টাকাগুলো উঠে যাবে আর যে দুইজনকে রেফার করে জয়েন করালেন তাদের মাধ্যমে পরবর্তীতে যে ইনকামটা হবে সেটা তো বোনাস ।

Recycle Income

ফরসেজ কোম্পানী থেকে টাকা ইনকাম করার তৃতীয় যে ধাপটি রয়েছে সেটি হল Recycle Income ।

এটাকে অনেকটা লটারির মত বলা যেতে পারে । আপনাদেরকে বোঝানোর জন্য আরো সহজ একটা উদাহরণ তুলে ধরা হলো , আমরা অনেকেই ক্রিকেট এবং ফুটবল খেলার সাথে কম বেশি পরিচিত এখন আমরা যদি একটি টেনিস বল কে নিক্ষেপ করি তাহলে সেটা কোন দিকে যাবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা কঠিন ।

বলটি বাউন্স করার পর সেটা কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা জানি না ।

বলটি সামনেও যেতে পারে , আবার পিছনেও যেতে পারে , আবার ডান দিকেও যেতে পারে , আবার বাম দিকেও যেতে পারে , আবার ড্রপ খাওয়ার পর উপরেও উঠতে পারে সেটা কিন্তু বলা কঠিন ।

আর এই বিষয়টি আমরা ফরসেজ কোম্পানিটিতেও দেখতে পেয়ে যাই , এখানে একটি নির্দিষ্ট পরিমাণ Recycle কমিশন একটিভ আপলাইনেও যেতে পারে আবার একটিভ ডাউন লাইনেও যেতে পারে । 

ফরসেজ কোম্পানির recycle কমিশন কোম্পানিতে কাদেরকে দেওয়া হবে সেটা বলা অসম্ভব । অর্থাৎ টিম এর মধ্যে এটা যে কেউ পেতে পারে ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *