ফুলের সৌরভ
ঐ দেখা যায় মাঠ
কি সবুজ সুন্দর
সমারোহ পাট।
পাতার যে বাহার
শিশুরা মহানন্দে
কাটছে সাতার।
অনেকে তুলছে
পাটের শাক
পাখিরা দুলছে।
গাছের ডালে ডালে
ফুলে ফলে ভরা
নেচে তালে তালে।
সুন্দর কলরবে
শুর ধরে ধরে
ফুলের সৌরভে।
জাতি ও সাধারণ নাগরিকের অধিকার স্বার্থ হরণক্ষমতা ও পেশিশক্তির অপব্যবহার স্বেচ্ছাচারিতাপ্রতারণা আইনের অসৎ ব্যবহার ইত্যাদির মাধ্যমেব্যক্তিগত আরো গোষ্ঠীগত স্বার্থ হাসিল ইসলামেরদৃষ্টিতে চুরি ডাকাতি ছিনতাই সুদ ঘুষ জুয়ার ন্যায়যে কোনো হারাম পন্থা অবলম্বনই দুর্নীতির কারণ! একে অপরের সম্পদ অন্যায়ভাবে করো না গ্রাসইহা তো পবিত্র আল কোরআনেই হয়েছে ইরশাদশুধু তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসাকরা হয় তা বৈধ…
কত দূরে চলে গেছো তোমরাযাওয়ার হয়েছে অনেক দিনপ্রতিদিনই ফোনে যা কথা হয়তারপরও কেনো যেন কেউইখুব শান্তিতে নেই তো আমরা! রাইফাকে নিয়েই তাইফা সাথেচলতো সারাক্ষণ খেলায় তারাহাসি খুশিতেও সময় কাটাতোকখনোবা তারা আমাকে নিয়েপায়চারিও করতো ধরে হাতে। সকলে মিস করছি তোমাদেরওরা দুজন হৈ চৈ করতো কততাদের একজন আছে সাথেওর বিরহে সবই নিরব থাকতখুশিতে ধারে কাছে আমাদের। আল্লাহর…
কেউ করোনা কোন বড়াইপৃথিবীতে কত লোক ছিলটিকে রয় নি চড়াই উৎরাই! কাহারও প্রচুর ছিল সম্পদসময়ের বিবর্তনে তার সবইগেছে থাকে নি তা নিরাপদ! আরো ছিলো যতো মহাবীরশক্তি ক্ষমতা কতো ই দাপটলোপ পেয়ে হয়ে গেল ধীর! ঐশ্বর্য বিত্ত আর ধন সম্পদযথাযথ ব্যবহার না করাতেকত লোকের হয়েছে বিপদ! আল্লাহ পাক অসীম রহমানতাঁর উপাসনা বন্দেগী করেইহ পরকালে পাব পরিত্রাণ!
সকল চলো সৎভাবেআল্লার সাহায্য পাবে।সঠিক শ্রম দিলে তবেশান্তিময় জীবন রবে।সৃষ্টিকর্তা শান্তি দিবেনকষ্ট দুঃখ দূরে নিবেন।মোদের যত ভাল চানশান্তি কত করেন দান।অসুখ বিসুখ দূরে নেনমনে কত প্রশান্তি দেন।তাঁর কৃপায় সুখী হবোসুখের জীবনে ই রবো।আল্লাহ তায়ালা করিমতিনি আরো কত রহিম।
হঠাৎ করে যা বৃষ্টি এলোমন মন্দির ভিজে গেলোভিজে গেলো স্বপ্ন গুলোঅন্তরটিও নিস্তেজ হলো! বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশশুরু হলো মৃদুমন্দ বাতাসস্মৃতিগুলো সব কাড়ে মনহোক যতো বৃষ্টি সারাক্ষন! তুমিও আছো অনেক দূরেস্মৃতির কথা সব হবে পরেআবছা হয়েও আমার যদিঅপেক্ষায় থাকো নিরবধি! একটি বার তো কান পেতেথাকো যদি তুমি শুনে যেতেসাক্ষাৎ হলে ই উঠতে মেতেআনন্দ ফুর্তি চলতো তাতে!…
দুঃখে ভরা জীবন যার কত অশান্তিঅন্তর মন জর্জরিত থাকে না শান্তি।দিন রজনী পার করে কাজের তরেঅভাব অনটনে তাদের জীবন ভরে।অনাহারে অর্ধাহারেও কত দিন যায়সামান্যও খানা খাদ্য কখনও না পায়।টাকা কড়ি দিলে তো হাত পেতে নেয়হৃদয়বান ব্যক্তি সবে যা সাহায্য দেয়।ঘুম থেকে উঠে সবে খুঁজে তারা রুজিপ্রতিক্ষায় রয় কাজ পায়নি তো খুঁজি।খারাপ হলেও শরীর যারা দিন…