ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়, ফ্রিল্যান্সিং শিখতে কি কি যোগ্যতা লাগে, ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে, ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব ?
মানুষের মনে ফ্রিল্যান্সিং করে আয় নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খায়; আসলেই এটা করে ইনকাম করা যায় কি না। এবার কিছু কমন প্রশ্ন এবং উত্তর জেনে নেওয়া যাক।
০১। ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?
সত্যি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়। কি পরিমাণ টাকা আয় করা যায় তা নির্ভর করে কোন কাজ কি পরিমাণ করে তার উপর।
আর কি পরিমাণ কাজ করে তা নির্ভর করবে কি পরিমাণ কাজ পারে তার উপর। কেউ কেউ প্রতি মাসে ৫-৭ লাখ টাকা ইনকাম করে। আবার কেউ দিনের পর দিন বসে থাকে কাজের অভাবে।
সুতরাং, টাকার চিন্তা আপাতত: বাদ দিয়ে ভালো করে কাজ শিখুন।
০২। ফ্রিল্যান্সিং শিখতে কি কি যোগ্যতা লাগে ?
একাডেমিক সার্টিফিকেট বা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে ইংলিশে পারদর্শিতা আবশ্যক।
ইংলিশ রাইটিং, রিডিং, লিসেনিং ও স্পিকিং এর যোগ্যতা অবশ্যই দরকার; তা না হলে কাজ জেনেও কাজ পাবেন না।
০৩। ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে ?
কোন বিষয়ে ফ্রিল্যান্সিং কোর্স শিখছেন তার উপর নির্ভর করে কতদিন লাগবে । স্বাভাবিক ভাবে ৩ মাস থেকে ১ বছরের মধ্যে সব কোর্স মোটামুটি শেখা যায়। তবে, কথায় আছে শেখার শেষ নেই।
০৪। ফ্রিল্যান্সিং কোথায় শিখবো ?
ফ্রিল্যান্সিং আপনি অনেকভাবে অনেক জায়গা থেকেই শিখতে পারেন। এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে–
আগে পেইড কোর্সে না যেয়ে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি রিসোর্স থেকে আগ্রহের বিষয়ে ভিডিও দেখুন।
অনেক সময় দেখা যায়, হুট করে গ্রাফিক্স ডিজাইনের কোর্স কিনে কয়েকটি ভিডিও দেখার পর এতে আগ্রহ থাকে না।
মনে হয় গ্রাফিক্স ডিজাইন না, আমার কন্টেন্ট রাইটিং এ দক্ষতা অর্জন করা উচিত । কিন্তু এরই মধ্যে গ্রাফিক্স ডিজাইনের কোর্স কিনে বেশ কিছু টাকা অপচয় করে ফেলেছেন।
তাই আগে ফ্রি রিসোর্স দেখে যাচাই করুন আপনার জন্য ফ্রিল্যান্সিং এর কোন সেক্টর উপযুক্ত । আর হ্যাঁ, এমনটা নয় যে ইউটিউব বা ফ্রি রিসোর্স থেকে আপনার পছন্দের বিষয়ে পূর্নাঙ্গ দক্ষতা অর্জন করা সম্ভব নয়।
আপনি যদি সেলফ্ লার্নার হন এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতা থাকে তাহলে ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখে মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।
০৫। ফ্রিল্যান্সিং শেখার সেরা প্রতিষ্ঠান কোনগুলো ?
অনলাইন কিংবা অফলাইন, সর্বত্রই ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের অভাব নেই বলে । তবে অভাব আছে শুধু মানসম্মত ও নির্ভরযোগ্য ট্রেইনিং সেন্টারের।
যদি ট্রেইনিং সেন্টার থেকে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমাদের পরামর্শ থাকবে অনলাইন কোর্সে ভর্তি না হয়ে সরাসরি ট্রেইনিং সেন্টারে ভর্তি হোন।
কারণ, অনলাইন কোর্সে আমাদের আগ্রহ ধরে রাখা অনেকটাই কঠিন হয়ে যায়, যদি না এ বিষয়ে সিরিয়াস হোন।
এটা সত্য যে, অনলাইনে কম খরচে ভালো মানের কোর্স পাওয়া যায় । যদি অনলাইন কোর্স পার্সেস করতে চান তাহলে অভিজ্ঞ মেন্টরের কোর্স পার্সেস করুন।
নিচে কিছু বিশ্বস্ত অনলাইন ও অফলাইন ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের নাম দেয়া হলো :-
- Udemy
- Coursera
- Skillshare
- Simplilearn
- LinkedIn Learning
- Coders Trusts BD
- Creative IT Institute
০৬। ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে ?
ফ্রিল্যান্সিং করতে মূলত নিচে উল্লেখিত বিষয়ে খরচ হয়-
১। ল্যাপটপ বা ডেস্কটপ ক্রয় (স্থায়ী খরচ)
২। ইন্টারনেট বিল (চলমান)
৩। কোর্স ফি (সবার জন্য না)
পেইড কোর্স করবেন কি না এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। এছাড়া তেমন কোনো খরচ নেই। শুরুতে এ গুলোই যথেষ্ট।
আর হ্যাঁ, আপনি যদি ভয়েস আর্টিস্ট (Voice Artist) হিসাবে কাজ করতে চান তাহলে অতিরিক্ত মাইক্রোফোন ও স্টুডিও সেট আপ বাবদ খরচ করতে হবে।
অনেকের আবার আগে থেকেই কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ইত্যাদি থেকে থাকে। এবার নিজেই হিসাব করতে পারবেন ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার কত টাকা লাগবে।
০৭। ফ্রিল্যান্সিং কি হালাল না কি হারাম ?
অনেকের মনেই এই প্রশ্নটি ঘুরপাক খায় যে, “ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম?” সত্য কথা বলতে, মৌলিকভাবে এটাকে হারাম বলার সুযোগ নেই ।
ফ্রিল্যান্সার হিসাবে আপনি কোন সার্ভিস প্রোভাইড করবেন সেটার উপর নির্ভর করবে হালাল-হারাম। যে কাজটি অফলাইনে হারাম বা হালাল সেই কাজটি অনলাইনে করলেও একই বিধান।
তবেও এটাও সত্য যে, এই সেক্টরে হালালের চেয়ে হারামের ছড়াছড়ি বেশি। আবার হালাল হারাম বেছে কাজ করাও অসম্ভব কিছু না।
০৮। ডিজিটাল মার্কেটিং কী ?
সাধারণত: আমরা মার্কেটিং বলতে বুঝি কোনো প্রডাক্ট বা সেবার প্রচারণা করা । তবে সেই প্রচারণা যদি ডিজিটালভাবে আধুনিক পদ্ধতিতে করা হয় তখন সেটা হয়ে যায় ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)।
আরো সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সম্পাদিত মার্কেটিংকে বোঝায়।
সাধারণত: কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট বা অন্য ডিভাইসে ডিজিটাল মার্কেটিং এর প্রচারাভিযান চালানো হয়।
০৯। ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব ?
ডিজিটাল মার্কেটিং শিখার জন্য আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন।
তবে ইউটিউব দেখে শিখার ক্ষেত্রে আপনি সরাসরি কোনো প্রশ্ন করতে পারবেন না বা আপনার তাগিদও থাকবে কম । তাই ডিজিটাল মার্কেটিং শিখার জন্য আপনি কোর্স করতে পারেন।
বিস্তারিত জানতে “ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব” শীর্ষক এই আর্টিকেলটি পড়ুন।
সর্বশেষ :
আজকের আর্টিকেলে বোঝানোর চেষ্টা করা হয়েছে ফ্রিল্যান্সিং শেখার এবং করার জন্য প্রথমে কি কি করতে হবে , কিভাবে করতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন । এই পোস্টটি পড়ে একজন ব্যক্তি ফ্রিল্যান্সিং বিষয়ে সাধারণ ধারণা পাবেন।
আশা করছি, সম্পূর্ণ পোস্টটি পড়ার পর এ বিষয়ে আর কোনো অজানা কিছু থাকবে না।