ফ্রি ব্লগ বলতে কী বোঝায়?
ব্লগ মানে কি এ বিষয়ে পূর্বে আপনারা জানতে পেরেছেন। এখন, ব্লগ দুই ধরনের হয়ে থাকে। যেমন: ফ্রি ব্লগ এবং পেইড ব্লগ।
যখন একটি ব্লগ তৈরি করার জন্য আপনাকে টাকা খরচ করতে হবেনা সেটি হলো ফ্রি ব্লগ।
এর মানে হলো, আপনি কোনো ধরনের investment ছাড়াই ফ্রিতে একটি ব্লগ তৈরি করে নিতে পারবেন।
সাধারণত: একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরির জন্য প্রথমে একটি ডোমেইন নাম (domain name) এবং হোস্টিং (hosting) এর প্রয়োজন হয়।
এই ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আমাদের টাকা দিতে হয়।
কিন্তু অনলাইনে বেশ কিছু free blogging platform রয়েছে, যেগুলো প্রত্যেককেই ফ্রিতে ব্লগ তৈরি করার সুযোগ দিয়ে থাকে।
এরকম কয়েকটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম হলো blogger, wordpress, wix, medium, quora ইত্যাদি।
এগুলোর মধ্যে সবচেয়ে সেরা free online blogging platform হলো Blogger.
যখন আপনি blogger ব্যবহার করে একটি ব্লগ তৈরি করবেন, তখন আপনার ব্লগের জন্য যে হোস্টিং প্রয়োজন হবে সেটা গুগল আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রদান করবে।
এছাড়াও হোস্টিং এর সাথে আপনাকে একটি সাবডোমেইন (subdomain) দেওয়া হবে, যেটা আপনার ব্লগে বা ওয়েবসাইটের URL address হিসেবে ব্যবহার করতে পারবেন।
তাই যখন আপনি এই ধরনের free website builder platform গুলো ব্যবহার করে একটি blog তৈরি করবেন, তখন সেটা হলো free blog.
আর সবগুলো প্লাটফর্মের মধ্যে blogger বা blogspot হলো অন্যতম একটি প্লাটফর্ম, যেটির মাধ্যমে সহজেই এবং সম্পূর্ণ ফ্রিতে ব্লগ বানানো যায় এবং ব্লগ থেকে ইনকাম করা যায়।
একটি ফ্রি ব্লগ তৈরির আগে লোকেরা সচরাচর যেসব প্রশ্ন করে থাকে
ফ্রি ব্লগ দিয়ে কি টাকা আয় করা যায়?
হ্যাঁ, আপনি ফ্রি ব্লগ দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
আজকাল ফ্রি ব্লগগুলো monetise করা খুবই সহজ। প্রথমে একটি free website builder platform ব্যবহার করে একটি ব্লগ তৈরি করবেন।
ভালো ভালো কনটেন্ট publish এবং ব্লগকে monetise করার উপায়গুলো ব্যবহার করে ইনকাম করা শুরু করে দিতে পারবেন।
আমি কি ফ্রী blogspot ব্লগে গুগল এডসেন্স ব্যবহার করতে পারবো?
অবশ্যই। আপনি ব্লগার ব্লগে Google AdSense ব্যবহার করে ইনকাম করতে পারবেন।
Blogger আপনি খুব সহজেই একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন এবং সাথে সাথে ব্লগার আপনার ব্লগকে monetise করার জন্য গুগল এডসেন্স অ্যাকাউন্ট create করার options দিয়ে দিবে।
কিভাবে আমার ফ্রি ব্লগ ডিজাইন করবো?
দেখুন, ব্লগার ব্লগে ব্যবহার করার জন্য আপনার ব্লগের dashboard এ অনেকগুলো free blog templates পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লগকে design করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে premium blogger templates গুলো ব্যবহার করতে পারেন, তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে।
তবে প্রথমের দিকে যদি আপনি কোনো ধরনের টাকা খরচ করতে না চান, তাহলে free templates গুলো ব্যবহার করতে পারেন।
ফ্রিতে আপনি অনেকগুলো আকর্ষণীয় ব্লগার টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো আপনার ব্লগে ব্যবহার করলে দেখতে খুব সুন্দর লাগবে।
ফ্রি ব্লগে কখন traffic / visitors আসতে শুরু করে?
ট্রাফিক বা ভিজিটরস পাওয়ার জন্য যে শুধুমাত্র paid blog গুলো প্রয়োজন, তেমন কোনো কথা নেই।
আপনি যদি নিয়মিত On-page SEO Optimization করে আর্টিকেল লিখে ব্লগে পাবলিশ করেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনার ব্লগে search engines গুলো যেমন: Google, bing ইত্যাদি থেকে ট্রাফিক আসতে শুরু করবে।
ব্লগে ট্রাফিক পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো SEO friendly article পাবলিশ করা।
তাই এই দিকটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
ফ্রি ব্লগ কি গুগল সার্চে rank করে?
দেখুন, high quality আর্টিকেল লিখলে যে কোনো ব্লগ গুগল সার্চে rank করে।
যদি আপনি ভালো এবং SEO optimized article ব্লগে পাবলিশ করেন, তাহলে আপনার ব্লগও গুগল সার্চে rank করবে।
Blogspot platform এর সাহায্যে কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করবেন?
Google’s blogger ব্যবহার করে ফ্রিতে একটি ব্লগ বানানো খুবই সহজ। কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করবেন এ বিষয়ে নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।
Blogger.com ওয়েবসাইটে সাইন আপ (sign up) করুন।
সবচেয়ে প্রথমে আপনাকে Blogger.com এর হোমপেজে প্রবেশ করতে হবে এবং Sign up করতে হবে।
Note: যদি আপনার Gmail account না থাকে, তাহলে প্রথমে একটি জিমেইল একাউন্ট অবশ্যই তৈরি করে নিতে হবে।
আপনার ব্লগের একটি নাম দিন।
এরপর Title box এ আপনার ব্লগের জন্য একটি টাইটেল দিতে হবে। আপনি ব্লগের নামকে টাইটেল হিসেবে দিতে পারেন।
এখানে আপনার পছন্দমতো সুন্দর একটি টাইটেল দিন। তারপর Next লেখাতে click করুন।
ব্লগের URL address দিন।
এখন আপনাকে একটি URL address দিতে হবে। মনে রাখবেন, এখানে যে ইউআরএল দিবেন, সেটি আপনার ব্লগের link হিসেবে কাজ করবে।
এই লিংক এর মাধ্যমে পরবর্তীতে আপনার ব্লগে visit করা যাবে।
যদি আপনার দেওয়া URL address টি available থাকে তাহলে Save বাটনে ক্লিক করুন।
নতুন ব্লগ পোস্ট করা শুরু করুন।
Congratulations! আপনি মাত্র দুই মিনিটে একটি ব্লগ তৈরি করে ফেলেছেন।
এখন আপনি বামদিকে “New post” এ ক্লিক করুন নতুন আর্টিকেল লিখতে পারবেন।
Google AdSense এর সাথে ব্লগকে connect করুন।
একটি ফ্রি ব্লগ তৈরি করার পর যখন আপনার ব্লগে প্রতিদিন search engine থেকে কিছু unique visitor আসা শুরু হবে, তখন ব্লগ থেকে আয় করার জন্য বামদিকে থাকা “Earnings” অপশনটি থেকে আপনি গুগল এডসেন্স এর apply করতে পারবেন।
তবে যখন আপনার ব্লগে daily ৩০০ থেকে ৫০০ ট্রাফিক আসতে শুরু হবে তখন গুগল এডসেন্স এর জন্য আবেদন করবেন। এর আগে আপনি AdSense approval পাবেন না।
Note: মনে রাখবেন, “Theme” অপশনটি থেকে আপনি নিজের পছন্দমতো যে কোনো সময় আপনার ব্লগের template পরিবর্তন করতে পারবেন।
এভাবে আপনার ব্লগকে আলাদা আলাদা ডিজাইন করতে পারবেন।