বড়ো কষ্ট হয় !
ঝড় উঠেছে বুকে দেখে যেনো প্রথমবার।
না পেলে তোমাকে তাও থামবে না আর।
জেগেছি কতো রাত তোমার কথা ভেবে
তুমি ই বলো কবে যে আপন করে নেবে?
কেন বুঝেও বোঝো না মোর মনের কথা
দূরে দূরে থেকে কেনো দাও প্রাণে ব্যাথা?
যদি না আসো কাছে বলবো কেমন করে
যত মোহ মায়া তা রেখেছি তোমার তরে।
পদধ্বনি আমি তোমার যখন শুনতে পাই
তখন কতো আনন্দের আবেগে ডুবে যাই।
শততো রাঙা হয়ে শুভ দিন আসবে কোন
শুন্য হৃদয় পূর্ণ হবে তোমায় পেয়ে যেনো।
যদি জেগে থাক রাতের আকাশে যেথায়
একা একা আমি তাই আসবোও সেথায়।
রেগে যাও কেনোও সামান্যতে বলো তুমি
আদর কি কম দিয়েছি বন্ধু তোমায় আমি?