বন্ধুত্বের মূল্য
বন্ধুত্ব শরীরের সু স্বাস্থ্যেরও মত
যতক্ষণ সাথে থাকে সঠিক মূল্য
বুঝতে পারিনা সত্যি করে বোঝা
যায় হারিয়ে গেলে এর মূল্য যত।
ভবিষ্যতে যতো বেশী কষ্ট পাবে
তুমি যার নিকট থেকে সে আজ
তোমার সবচেয়ে কাছের আরো
আন্তরিক কোনো একজন হবে।
যে মানুষ যখনই যোগ্য বন্ধু পায়
সে প্রাণ রক্ষাকারী বন্ধুত্বের খুঁজ
পায় সত্যিকারে গুপ্তধন অর্জনে
তার দু:খ দুর্ভোগ দূরে চলে যায়।
যুদ্ধের মাঠেই বীরের পরীক্ষা হয়
বন্ধুর পরীক্ষা কঠিন বিপদ হলে
আরো বুদ্ধিমানের পরীক্ষা যখন
ক্রোধান্বিত অবস্থাটির মধ্যে রয়।