বন্ধু সেজে ক্ষতি
মূলত সে আসেনি তোমার করতে উপকার
এসেছে তোমার দূর্বলতার সুযোগে ই বিশ্বাস
অর্জন করে তুমি ছোট খাট কিছু হেল্প নিতে
নিতে বুঝে যাবে তাকে ছাড়া অচল তখন ই
স্বার্থ সিদ্ধির জন্য করবে তোমার অপকার।
বিপদে ছোট কঞ্চিকেও বিশাল বাঁশ মনে হয়
তুমি সেই বাঁশের ভরসায়ই সাঁতার ভুলে তার
উপর নির্ভরশীল হয়েও তাকে ধরে ভাসতে
চাইবে স্বচেষ্টায় সাঁতরালে কষ্ট সহ্য করারও
অভ্যাস গঠনের ভূমিকাতে শক্তি সঞ্চার রয়।
যে পাশে এসে দাঁড়ায় তাকে মনে হলেও বন্ধু
কেউ কেউ তো আছে ভিতরে অন্য কিছু সে
তোমার কাছ থেকে দুর্বলতার সুযোগ নিবে
সব বিপদ থেকে তোমায় উদ্ধার করে নিয়ে
স্বার্থের জন্য দূর্ভোগে ফেলে হয়ে যাবে শত্রু।
কত মানুষ একা একা করতে পারেনা কিছু
বিপদে সব থেকে পড়ে বেশি সে মানুষগুলো
সামান্য বিপদে ষর্শে ফুল দেখে চোখে এরা
জানেনা মানুষ যেমন বিপদ হলে চেনা যায়
তেমনি খারাপ লোক আরো নেয় তার পিছু।