বন্যা পীড়িত
অবিরাম বৃষ্টিরই জল
ঝরো ঝরো অনবরত
যার শব্দ হয় ছলছল।
মাঠ ঘাট আরো নদী
জলেতে ভরপুর হয়ে
ক্ষতিগ্রস্ত হয় নিরবধি।
সবদিকেই শুধু পানি
টইটম্বুর যতো বন্যার্ত
সকলে টানছে গ্লানি।
বানবাসিদের যা কষ্ট
বসতঘরে পানি ঢুকে
অনেক কিছু হয় নষ্ট।
গরু ছাগল আর হাঁস
বন্যার পানিতে ভেসে
মানুষের হয় সর্বনাশ।
স্রষ্টা ছাড়া উপায় নাই
কায়মনে প্রার্থনা করি
যেনো সবে শান্তি পাই!