বয়সের ছাপ
ক্ষনস্থায়ী পৃথিবীতে কতো রংবাজ
তাদের মূল্যবান সময় বিনষ্ট করেও
পরের ক্ষতিতে ব্যস্ত রয় ধান্দাবাজ।
কেবল নিজের সুযোগে থাকে ব্যস্ত
অন্যের শতো অসুবিধা যত করেও
স্বার্থসিদ্ধির কাজে থাকে কত ন্যস্ত।
অঢেল সম্পদ আছে যতো যে যার
তা আরো কতো বৃদ্ধি করতে পারে
এ রকম লোভ লালসাই থাকে তার।
সম্পত্তি বৃদ্ধির থাকে কতো যে মোহ
প্রতিনিয়ত শুধু মাত্র সে যেনো একই
প্রচেষ্টায় ব্যস্ত রাখে তার অন্তর দেহ।
এর মধ্যে কতো আরো আছে লোক
খাদ্য ভোগ বিলাসে অক্ষম থাকে সে
কিন্তু উপার্জনের ধান্দায় বাড়ায় দু:খ।
কতো মানুষের বয়সের যে ছাপ পড়ে
তিনি কখনো কখনো ই তার সম্পত্তি
বৃদ্ধি করতে আরো বেশী যেনো লড়ে।
লোভ লালসা যত লোকে করে বর্জন
আল্লাহ তায়ালার কৃপার ফলেই তারা
ইহ ও পরকালে করে কল্যাণ অর্জন!