বর্তমানে কোন ধরনের ইউটিউব চ্যানেল খোলা যায়
বর্তমানে ইউটিউবে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে,কারো আছে নিউজ চ্যানেল,কারো আছে গেমিং চ্যানেল বা কারো আছে রহস্যময় বা মহাবিশ্ব সম্পর্কে,বা কারো রান্নার চ্যানেল আরো অনেক অনেক।
এখন চ্যানেল খোলার মনমানসিকতা আপনি কোন বিষয় টি ভালো বাসেন কোন বিষয় টি ভালো জানেন সেটির উপর নির্ভর করবে আপনি কোন ধরনের ইউটিউব চ্যানেল খুলবেন।
এখন আপনি যদি টেক রিলেটেড এ এক্সপার্ট হন তাহলে টেক রিলেটেড চ্যানেল খুলতে পারেন,আপনি যদি DIY এ এক্সপার্ট হন তাহলে সেই চ্যানেল খুলতে পারেন।
আপনি যদি রহস্য মণ্ডিত বিভিন্ন বিষয় এ অভ্যস্ত হন বা আপনি এ গুলো কালেক্ট করে ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে সেই ধরনের চ্যানেল খুলতে পারেন।
- ইউটিউবে লগইন বা signin করুন। সবচে আগেই আপনাকে যেতে হবে ইউটিউবের ওয়েবসাইটে। ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে একদম ওপরে ডানদিকে আপনি “sign in” বলে একটি লিংক দেখবেন। আপনি সেই signin button এ ক্লিক করুন।
- এখন YouTube এ গিয়ে Sign in এ ক্লিক করার পর আপনি একটি web page দেখবেন যেখানে আপনাকে নিজের Google বা Gmail একাউন্টের Id এবং password দিয়ে লগইন করতে বলা হবে।
- এখন আপনাকে চ্যানেল খোলার জন্য সবচে আগেই YouTube এর সবচে ওপরে ডানদিকে শেষে থাকা ছোট্ট “profile Icon” টিতে ক্লিক করতে হবে। এখন, YouTube profile icon এ ক্লিক করার পর আপনি কিছু options দেখবেন। এই option গুলির মধ্যে সোজাসোজি “Creatএকটা পিসি দিয়ে আলাদা আলাদা জিমেইল দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল খোলা যাবে?
ইউটিউব চ্যানেল খুলতে কী কী লাগে?
একটি জিমেইল একাউন্ট থাকলেই হয়।
কিছু বেসিক ইনফরমেশন লাগে যেগুলো আপনি ইনস্ট্যান্ট দিতে পারবেন।
এরপর চ্যানেল ক্রিয়েট এরপরে চ্যানেলের জন্য একটা লোগো একটা থামনেল লাগে।
আপনার চ্যানেল টি জিনিসের উপরে সেই নিচের উপরে কিছু কনটেন্ট নিজে নিজের লেখা সাইলেন্ট অপটিমাইজ করে নিতে পারেন।
আপনার কনটেন্ট এর উপরে বেশ করে কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন এবং সেগুলো আপনার চ্যানেলে দিয়ে দিতে পারেন।
কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়?
একেবারে সোজা। একটি গুগল একাউন্ট থাকলেই হবে। আর কিভাবে কাজটি করবেন? ইউটিউবে অনেক অনেক ভিডিও খুঁজে পাবেন।
ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে?
যে রকম আমরা সবাই ফেসবুক বা টুইটারে প্রােফাইল তৈরি করি সে রকম ইউটিউবে চ্যানেল খােলা মানে একটি ইউটিউব প্রােফাইল বানানাে।
একটি ইউটিউবের চ্যানেল বানানাের পর আপনার একটি চ্যানেলের নাম থাকবে এবং সেই চ্যানেলের নামের মাধ্যমে আমরা ইউটিউবে নিজের বানানাে ভিডিও আপলােড দিতে পারবেন এবং লােকেদের সেই ভিডিও দেখাতে পারবেন৷
লােকেরা আপনার চ্যানেলে গিয়ে আপনার আপলােড করা সবকয়টা ভিডিও দেখে নিতে পারবে।
তাহলে সােজাসােজি ভাবে বললে, একটি YouTube channel হলাে আপনার একটি YouTube প্রােফাইলের মতাে যার দ্বারা আপনি নিজের বানানাে ভিডিও YouTube এ আপলােড করতে পারবেন এবং আপনার সেই চ্যানেলের মাধ্যমে লােকেরা আপনার আপলােড করা ভিডিও দেখে উপকৃত হবে।
ইউটিউবে মাসে সর্বনিম্ন কত আয় হলে চ্যানেল ডেড হয়ে যায়?
আমার জানামতে উপার্জনের ওপর ভিত্তি করে ইউটিউব চ্যানেলে কখনই আপনার অ্যাকাউন্ট ডেড হবে না।
ইউটিউবে নতুন চ্যানেল কিভাবে খুলবেন?
যদি আপনার নিজের কোনো জি-মেইল id থাকে তবে অলরেডি আপনি অজান্তে একটি চ্যানেল বানিয়ে বসে আছেন , শুধু একটু সাজানোর দরকার।
কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো?
ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ এবং প্রয়োজনীয় কয়টি ধাপ আছে। নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করে আপনি নিজের ইউটিউব চ্যানেল খুলতে পারেন:
০১. প্রথমে ইউটিউবে লগ ইন করুন। যদি আপনার কোনো গুগল অ্যাকাউন্ট না থাকে তবে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
০২. লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আপনি “চ্যানেল” অপশনে ক্লিক করুন।
০৩. “চ্যানেল” পেজে আপনাকে কিছু ব্যাখ্যা দেখানো হবে যা আপনার চ্যানেলের বিবরণ থাকবে। আপনাকে নাম, বিবরণ, ক্যাটাগরি ইত্যাদি যুক্ত করতে হবে।
০৪. পরবর্তী ধাপে আপনাকে প্রোফাইল ছবি এবং চ্যানেল আর্টও যুক্ত করতে হবে।
০৫. আপনি চ্যানেলের নিয়মগুলি পালন করে নিজের ভিডিও আপলোড করতে পারেন।
আমি ইউটিউব চ্যানেল খুলছি চার বছর আগে, এখন এই চ্যানেল দিয়ে কি কাজ করা যাবে?
জাবে কিন্তু চ্যানেলের নাম পরিব্তন করতে হবে এবং আকশনীয় ভিডিও তৈরি করতে হবে।
ইউটিউব চ্যানেল খুলব কিভাবে?
ইউটিউব চ্যানেল খোলা এখন খুবই সহজ.আপনি চাইলে এক মিনিটে ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারবেন।
ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার শুধু মাত্র একটি গুগল একাউন্ট ছাড়া আর কিছুই লাগবে না.আপনার ইউটিউবে চ্যানেল খোলার জন্য ইউটিউবে চলে যাবেন সেখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আপনার মূল্যবান চ্যানেল খুলে নিবেন।
ইউটিউব চ্যানেল কি?ইউটিউব ভিডিও থেকে টাকা ইনকাম কিভাবে করবেন?
বাংলাদেশের কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম বলবেন কি?
Retro Generation:
01.SalmanTheBrownfish (প্রথম বাংলাদেশি সফল ইউটিউবার এবং কিছুটা বিতর্কিত)
02.Ajaira Ltd (তাহেরীর “ট্র্যাপ” গেয়ে বিখ্যাত)
03.BhaiBrothers Ltd
04.Tawhid Afridi
05.Tahseenation (Salman Muqtadir’s Biggest rival এবং বাংলাদেশের প্রথম “রোস্টিং” চ্যানেল)
06.Ayman Sadiq (Founder of 10 Minute School)
07.Buttfix (Legend)
08.Mango Squad (“অস্থির” ধরণের ভিডীও বানাতেন)
09.Xefar (Bangladesh Region সিলেক্ট করে প্রথম খোলা চ্যানেল)
Mid-Generation:
01.Antik Mahmud (সম্ভবত প্রথম বাংলাদেশী ইউটিউব অ্যানিমেটর Edited:”lazyrus rhid” posted animation before antik mahmud)
02.Sadman Sadik
03.Rafayet Rakib (Maybe a Carryminati of
ইউটিউবে এখন বর্তমানে কি চ্যানেল খুললে সেটি খুব তাড়াতাড়ি সাকসেস পাবে?
আপনি ফ্যাক্ট ভিডিও বানাতে পারেন | বর্তমানে এই ভিডিও খুব চলছে | ইউটিউবে আপনি শর্ট ভিডিও দিয়ে শুরু করতে পারেন | আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্ৰোথ হবে
ইউটিউব চ্যানেলে ১টা স্ট্রাইক আছে। এখন কি চ্যানেলটিকে মনিটাইজেশন দেবে?
অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন।
এরকম প্রশ্ন অনেকেই করে থাকে।
আপনার চ্যানেল এ ১টা স্ট্রাইক আছে।তাই আপনি একটু অপেক্ষা করুন। সাধারণ ১টা স্ট্রাইক ৯০ দিন থাকে।
এর পরে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করলে ভালো হবে এবং কোনো সমস্যার কথা চিন্তা করতে হবে না।
ইউটিউব চ্যানেলে কীভাবে চ্যানেল আর্ট লাগানো হয়?
YouTube Channel Art:
এটা খবুই সহজ বিষয়। তবে না বুঝলে হয় ওঠে ।কারন আপনি যে ডিজানই করবেন তা মোবাইল,ল্যাপটপ,ডেস্কটপ ইত্যাদি সব আলাদা আলাদা স্কিন দেখাবে।
তাই এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সব স্কিন এ ডিজাইন ঠিক থাকে। এর জন্য একটা ফাইল হলে ডিজাইন করতে সুবিধা হয়।
এটা প্রথমে দেখে তারপর ডিজাইন করবেন। এতে সব ডিভাইস এর সাইজ দেওয়া আছে।
YouTube এ চ্যানেল খোলার নিয়ম কী?
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২৩- আপনাদের কাছে একটি ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ একটি বিষয় কিন্তুু অনেকের কাছে এটি বেশ জটিল মনে হতে পারে।
বিশেষ করে আপনাদের মধ্যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা নিয়ে সমস্যা তৈরি হয়। ইউটিউব নামটির সাথে অপরিচিত এমন মানুষ পাওয়াটা খুবই কঠিন।
বর্তমানে আমরা সবাই কোন কোন ভাবে ইউটিউব এর সাথে জড়িত আছি। আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা সমাধান পাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে এবং আপনি যদি ইউটিউব আপনার প্রফেশনাল হিসাবে নিতে চান তাহলে আপনাকে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলতে হবে।
আর আপনাদেরকে জানতে হবে, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় বা ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলো কি কি।
আমার কিছু আনকমন ইউটিউব চ্যানেল-এর নাম লাগবে। পাওয়া যাবে কি?
এটা নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির ভিডিও মেইক করবেন
ইউটিউবে কোন ধরনের চ্যানেল এখন মনিটাইজেশন করা হচ্ছে?
এটির আসল উত্তর ছিল: ইউটিউবে কোন ধরণের চ্যানেল এখন মনিটাইজেশন করা হচ্ছে?
যে কোন ধরনের চ্যানেল। আপনি শুধু তাদের শর্তাবলির মধ্যে থাকলেই হবে। সাথে মনিটাইজেশন পাবার জন্য যে সব শর্তাবলি পুরন করা দরকার সেগুলো পুরন করতে পারলেই পেয়ে যাবেন মনিটাইজেশন।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো?
ইউটিউব চ্যানাল খোলার পুর্বে বেশ কিছু জিনিসের প্রতি নজর রাখা উচিৎ। আপনি চাইলে নিচের এই ভিডিওটি দেখ পারেন।
এখানে জিমেইল খোলা থেকে শুরু করে ইউটিউব চ্যানাল কিভাবে খুলবেন তার পর্যন্ত বিস্তারিত ভাবে বলা হয়েছে।
এছাড়াও ইউটিউব চ্যানাল খুলার পুর্বে কি কি বিষয় ঠিক করে রাখাটা খুব জরুরি তা দেখে নিন এখান থেকে
আর চ্যানাল খোলার পরে বেশি ভিউ এর জন্য কি কি বিষয় নজের রাখা উচিৎ তা জানতে দেখে আসতে পারেন এই ভিডিওটি…
কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পায় না?
এটির আসল উত্তর ছিল: কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাই না তার তালিকা দিন ?
আপনি কত জনের তালিকা নিবেন ? তা বলে বুঝানো যাবে না।
কোন ইউটিউব চ্যানেল মনিটাইজ কী না কীভাবে বুঝবো?
ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলো এমন একটি পদক্ষেপ যেখানে একটি ইউটিউব চ্যানেল থেকে টিউব পরিসেবা পেতে পারে। মনিটাইজেশন বুঝার জন্য নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
০১। চ্যানেলটি ইউটিউব পলিসি ও গাইডলাইন অনুযায়ী বিষয়বস্তু উপলব্ধ করে থাকতে হবে।
০২। চ্যানেলটি ভুলভ্রান্তিকর বিষয়বস্তু উপলব্ধ করতে না পারে।
০৩। চ্যানেলটি কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা দেখার সময় থাকতে হবে।
০৪। চ্যানেলটি কোনও সমস্যার সাথে জড়িত না হতে হবে, যেমন কপিরাইট ভঙ্গ করা।
০৫। চ্যানেলটি ইউটিউবের সমস্ত নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।
যদি আপনি উক্ত শর্তগুলি পূরণ করেন তবে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারেন।
ইউটিউব থেকে আমার কিছু চ্যানেল অপসারিত হয়ে গেছে। তারপর নতুন যত চ্যানেল খুলছি, তার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না। এর কারণ কী?
আপনার চ্যানেলের সিটিআর রেট হয়তো কম। এনালিটিক্স এ চেক করতে পারেন। “CTR” বাড়ানোর চেষ্টা করুন। তাহলে ভিউ বাড়বে।
থাম্বনেইল ভাল বানানোর চেষ্টা করুন। সাধারণ মানুষ বাইরের অবস্থা দেখেই ভিডিওতে আসে। এটি না ভাল হলে তারা ভিডিওতে ক্লিক করেনা যার কারণে ইউটিউব ও সেই ভিডিও সাজেস্ট করেনা। তাই ভিউ কম থাকে।
ইউটিউবে নতুন চ্যানেল খুলে তিন মাসের মধ্যে কি ভালো ভিউ পাওয়া যাবে?
কেমন ভিউ পাবেন তা নির্ভর করবে আপনার কনটেন্টের উপরে।
কন্টেন্ট ভালো হলে, আর কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারলে খুব দ্রুত যেমন ভিউ বাড়বে তেমনি সাবস্ক্রাইবারও বাড়বে।
আমার একটা ফ্রেন্ড ২ বছর হলো চ্যানেল খুলে বসে ছিলো। চ্যানেলটা ইসলামিক চ্যানেল ছিলো। ও ওখানে গজলের ভিডিও পোস্ট করতো৷ দুই বছরে কিছু সাবস্ক্রাইবার পেলেও ভিউ হতো মাত্র ২/৩ হাজার।
বাট, কিছুদিন আগে নতুন আরেকটা চ্যানেল খুলে মামুনুল হক সাহেবকে নিয়ে ভিডিও বানানো শুরু করলো।
মাত্র ২ মাসেই তার সাবক্রাইবার ৬০ হাজার+ আর ভিউ ৬০০k+!!!
সো, বুঝতেই পারছেন ব্যপারটা।
ইউটিউব এ কি এক চ্যানেলের ভিডিও অন্য চ্যানেলে আপলোড করা যায়?
আপলোড না করাই ভালো। আপলোড করলে তো কেউ ধরে রাখবে না।কিন্তু আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান তাহলে করা যাবে না।
সবচেয়ে বেশি সাবস্ক্রাইব পাওয়া ইউটিউব চ্যানেল কোনটি?
T-Series
২০০৬ সালের ১৩ মে যাত্রা শুরু হওয়ার পরেই টপ ফাইভে এসে পড়ে। তারপর ২০০৭ পর্যন্ত টপ টেনের মধ্যে ছিল। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১০ বছর কোনো রেঙ্কে ছিল না।
২০১৭ সালের মার্চ থেকে আবার টপ টেনে এসে রকেট গতিতে সবাইকে টপকে নাম্বার ওয়ানে এসে পড়ে। মনে হয় না আর কেউ T-Series কে টপকাতে পারবে।
বর্তমানে T-Series এর সাবসস্ক্রাইভার সংখ্যা ১৯১ মিলিয়ন।