বসন্তের হৃদস্পন্দন
প্রাণের দুরন্ত আবেগই শুধু নয়
প্রেমে ও দ্রোহে-প্রতিবাদে আর
উত্তাল বসন্তের হৃদস্পন্দন হয়।
সৌন্দর্যময় প্রকৃতির রূপতরঙ্গ
মোহনীয় কত মায়াবীরুপ যার
ছড়িয়ে ছিটিয়ে রয় পুরো বঙ্গ।
কুঞ্জবন অরণ্যে যৌবনের বান
গাছে গাছে ডাল থেকে ডালে
উড়ে পাখি গায় সুরেলা গান।
পতংগের আনাগোনা সব স্থানে
সুর লহরি কল কাকলি মৃদুমন্দ
বাতাস আরো বয়ে কতই আনে।
চতুর্দিকে কোকিলের কলতানে
কুহু কুহু রবে মুখরিত সর্বস্থানে
ভোগ করা যায় বসে বাতায়নে।
মায়ের ভাষায় অধিকার চেয়ে
এই ঋতুতে ই বাংলার দামাল
ছেলেরা শহীদ হয়ে তো গেছে।
তারই খুন মেখে অন্তরে আগুন
লাগার মত যেন গণতন্ত্র দিবস
হিসেবে জ্বলছে পহেলা ফাল্গুন।
মোগল সম্রাট আকবর চালু সব
করেছিলেন উৎসব চৌদ্দ টিরও
অন্যতম ছিল যে ‘বসন্ত উৎসব’।
উৎসব চৌদ্দশ ০১ বাংলা থেকে
মহানগর ঢাকা হতে সারাদেশে
নতুন করে তরঙ্গিত হয় ফাঁকে।