বহে নদী-নালা !
আমার স্নেহের বন্ধু কালা
সহ্য করতে পারিনা তোর
বিরহ ব্যথার যতো জ্বালা।
তুমি ভাল আমি কুলবালা
ফুর্তি খুশিতে পরেছি গলে
আমার যে কলঙ্কের মালা।
সোনার দেহের করি হেলা
তোমার চিন্তায় দুই নয়নে
যতো বহে যায় নদী-নালা।
ভাবী ও চিন্তি বসে নিরালা
মনে মানেনা কি আর করি
যত দোষ দেয় আলাপালা।
দোষ দিলে দু:খ কোন নাই
ইবাদত বন্দেগী করেই যাই
খোদার করুণা যেনো পাই!