বানোয়াট
মিথ্যা সাক্ষী ও প্রবঞ্চনা মামলায় কত
হয়রানির খবর যেন শুনা ও যায় শত।
“সত্য বলিব কোন মিথ্যা বলিব না” বলে
শপথ নিয়ে মিথ্যা কত সাক্ষী দেয়া চলে।
আদালতে শপথ বাক্যে ওয়াদাবদ্ধ হয়
মিথ্যা জবানবন্দীর ও শত প্রমাণ রয়।
প্রতিপক্ষ চরম হয়রানি শ্রান্ত-ক্লান্ত যত
ঘায়েল নাজেহালের আশংকা রয় তত।
মিথ্যা মামলা রাষ্ট্র যন্ত্রকেও করে বিভ্রান্ত
প্রতিপক্ষকে ঘায়েল আর করে সর্বস্বান্ত।
বানোয়াট সাক্ষীতে রাষ্ট্রকে বিভ্রাট করা
নিয়মের ও ব্যতিক্রমে অসুন্দর হয় ধরা।