বার্ধক্যের ছাপ
পৃথিবীতে কোনো মানুষেরই
বয়স হয়ে যায় চল্লিশ যখন
সত্তর হলে সব কিছু অতীত
বার্ধক্যের প্রতীক পড়ে তখন।
মনে হবে বয়সে আসলে যেন
শরীরে কাহারো সুস্থতা থাকে
সংখ্যা মাত্র বেড়ে গেলে ক্রমে
বিশেষ সমস্যা হবে না ফাঁকে।
কে কত দিন থাকবে জগতে
কেউ কখনোই জানতো যদি
তাহলে সবে নিজের ভালোটি
পরিচর্যা করে যেতো নিরবধি।
একাকীত্বের সময়টা ভোগার
নিমজ্জিত হয়ে হতাশার গাঙে
বার্ধক্য যেনো আজন্ম লালিত
বিশ্বাসে বার্ধ্যক্য পৌঁছে তুংগে।