বাল্য বন্ধু

    বাল্য কালের বন্ধুদের সাথে,

   সেদিন দেখা হল চলার পথে। 

   আমরাত সখ্যায় ছিলাম চার,

   গল্প করে রাস্তাটি হলাম পার।

   অভিজাত রেস্তোরাঁয় গেলাম,

   হরেক রকমের খাদ্য পেলাম।

   রুচি মতে ভূরি-ভোজন সেরে, 

  খাবারের  বিল পরিশোধ করে।

   চললাম নিয়ে সিএনজি ভাড়া , 

   সেদিন মোদের ছিল না তাড়া।

 সরকারি মাঠে চলছিল বই মেলা,

 সেথায় করেনি কেউ কোন হেলা।

 ঘুরে ঘুরে সকলে বই কিনতে ব্যস্ত, 

 সন্ধ্যায় বহু বাড়ি ফিরে রিক্ত হস্তে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *