বাসা বুনে
ধুলো বালি রাস্তা ঘাটে বাসে ট্রেনে
যা হতে সারা দিনে চোখের ভেতর
কত ময়লা জমা হয় পরে এগুলো
হতে শত জীবাণু চোখে বাসা বুনে।
কাঁদলে জল বের হয় চোখ থেকে
যা এক ধরনের অ্যান্টিবায়োটিক
চোখের মণি ও চোখের পাতা এই
জল ধুয়ে-মুছে নির্মল করে ফাঁকে।
শুষ্ক হওয়া থেকে চোখকে বাঁচায়
চোখের জল এবং কান্না চোখ ও
দৃষ্টি পরিষ্কার রাখতে কত সাহায্য
করে আরো যতো সমস্যা গোছায়।
অ্যান্টি-ব্যাক্টেরিয়াল যত উপাদান
চোখের জলে আছে এগুলো চক্ষে
থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর
করে চোখ ব্যাধির হয় যা সমাধান।