বিজনেস ওয়েবসাইট এর জন্য কোন সিএমএস (CMS) প্লাটফর্ম বেস্ট?
Post published:April 11, 2023
Post category:ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট / ওয়েব ডেভেলপমেন্ট / ওয়েবসাইট মেইনটেনেন্স
আপনি কি ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা শুরু করেছেন। কিন্তু আশানুরূপ সেল পাচ্ছেন না?
তাহলে নিশ্চয় আপনার টার্গেট হবে ভালো সেল জেনারেট করা। সেক্ষেত্রে একটি কার্যকরী উপায় হলো অনলাইন উপস্থিতি তৈরি করা।
আর অনলাইন উপস্থিতির সবচেয়ে ভালো মাধ্যম একটা বিজনেস ওয়েবসাইট।
বিশেষজ্ঞদের মতে একটি ওয়েবসাইটের মাধ্যমে পূর্বের তুলনায় কয়েকগুণ বেশি সেল বৃদ্ধি করা সম্ভব।
কিন্তু একটি বিষয় হয়তো আপনাকে চিন্তায় ফেলতে পারে, তা হলো ওয়েবসাইট তৈরির তো অত্যধিক খরচ। আর আপনার এই চিন্তার অবসান ঘটাতেই এসেছে সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
যার দ্বারা স্বল্পমূল্যেই একটি ভালো মানের ওয়েবসাইট আপনি বানিয়ে ফেলতে পারবেন৷ কিন্তু প্রশ্ন হলো কোন সিএমএস প্লাটফর্ম আপনার জন্য বেস্ট?
এই প্রশ্নের উত্তরই খুজব আমরা আজকের আর্টিকেলে।
সিএমএস প্লাটফর্ম কি?
ইন্টারনেটের সাথে খুব বেশি পরিচিত না হলে আপনার কাছে সিএমএস শব্দটি একটু অপরিচিত লাগতে পারে।
তবে সহজ ভাষায় একে আমরা একটা সফটওয়্যার বলতে পারি যার মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট তৈরি এবং তার রক্ষণাবেক্ষণ করা যায়।
সাধারণত,এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি ওয়েবসাইট বানানো হয়৷
যার কারণে আপনি যদি গতানুগতিক ধারায় ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনাকে এতসব ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং হাজার হাজার লাইনের কোড লিখতে হবে। যা বেশ সময় সাপেক্ষ।
সিএমএস এত সব ঝামেলা দূর করে কিছু সময়েই আপনাকে একটি ওয়েবসাইট বানানোর ক্ষমতা প্রদান করে।
তাই সহজ ভাষায় একে আমরা একটি ওয়েবসাইট বিল্ডারও বলতে পারি যদিও তা এর পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না।
বিজনেস ওয়েবসাইটের জন্য কিভাবে বেস্ট সিএমএস প্লাটফর্ম নির্বাচন করবেন?
বর্তমান এই যুগে কোনো কিছুরই অভাব নেই ইন্টারনেটে। বরং সব কিছু একটু বেশি বেশিই রয়েছে।
তাই গুগলে সার্চ করলেই আপনি অনেকগুলো সিএমএস দেখতে পারবেন। কিন্তু তার মধ্য থেকে যে কোন একটিকেই আপনার নির্বাচন করতে হবে।
আর সেই নির্বাচন ঠিক কিসের ভিত্তিতে হবে তারই কিছু দিক আলোচনা করা হলোঃ
সহজ ও সাবলীলঃ
আপনি অবশ্যই চাইবেন যে, আপনার সিএমএসটিতে কন্টেন্ট তৈরি এবং ইডিট করা যেন সহজ হয়।
সহজ বলতে মূলত বুঝানো হয় ড্রাগ এবং ড্রপ করে সাইট সাজানোকেই বুঝানো হয় যেখানে জটিল কিছুই থাকবে না।
কন্টেন্ট পাবলিশ থেকে শুরু করে যে কোন পরিবর্তন আনতেও যেন কোনো কষ্ট পোহাতে না হয়।
ডিজাইন অপশনঃ
একটি ওয়েবসাইটের ক্ষেত্রে ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তা ভিজিটর ধরে রাখার ক্ষেত্রেই বলুন কিংবা অন্য কোনো সুবিধা। তাই সিএমএসে অবশ্যই ভালো ডিজাইন অপশন থাকা অত্যন্ত জরুরি।
ডাটা পরিবহনঃ
ওয়েবসাইটের কাজের জন্য মাঝে মাঝে ডাটাগুলোকে অন্য কোথাও নেয়ার প্রয়োজন পড়ে।
তাই ডাটা পরিবহন সিস্টেম একই সাথে যেমন সহজ তেমনি ভালো হওয়াও অত্যন্ত জরুরি।
এছাড়াও মাঝে মাঝে এমনও দেখা যায় যে, আপনি যখন প্লাটফর্ম পরিবর্তন করতে চাইবেন তখনও এই ডাটা পরিবহন করতে হবে।
তাই কষ্ট পোহানো এড়াতেই একটি ভালো ডাটা পরিবহন সিস্টেম অবশ্যই থাকতে হবে ভালো সিএমএসে।
এক্সটেনশন এবং এডঅনঃ
সকল ওয়েবসাইট কিন্তু একই নয়। আবার সব ওয়েবসাইটেই সব কিছু পাওয়া সম্ভব নয়।
কিন্তু সি এমএসে এমন ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে এক ওয়েবসাইটেই অনেকরকম সুবিধা পাওয়া যায়৷
সে ক্ষেত্রে এক্সটেনশন এবং এডওনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই একটি ভালো সিএমএসে অবশ্যই প্রয়োজনীয় এক্সটেনশন এবং এডঅন থাকা জরুরি।
সিএমএসের অ্যাপ হিসাবে এদেরকেই অ্যাখ্যায়িত করতে পারেন।
হেল্প সাপোর্ট অপশনঃ
যদিও সব সিএমএসই সোজাসাপ্টা ওয়েবসাইট বানানোরই অঙ্গীকার রাখে, তারপরও এমন কিছু বিষয় রয়েছে যেখানে আপনি আটকে যেতে পারেন৷
আর এর জন্যই একটা হেল্প কিংবা সাপোর্ট অপশন প্রয়োজন। যাতে করে কোনো সমস্যায় পড়লে প্রশ্ন করেই তার উত্তর যেন পেয়ে যেতে পারেন।
সিএমএসের বাজেটঃ
সর্বোপরি আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো সিএমএস এর বাজেটের বিষয়টি। কিছু আছে ফ্রি আবার কিছু পেইড।
ফ্রি-র কথা শুনেই লাফিয়ে উঠবেন না এগুলোতেও থার্ডপার্টি কিছু এডঅন যোগ করতে টাকা খরচ করতেই হয়।
তাই আপনাকে মাথায় রাখতে হবে টাকা খরচ করে হলেও যাতে ভালো একটি ওয়েবসাইট বানানো যায়।
সে ক্ষেত্রে সর্বনিম্ন বাজেটের দিকে নজর দিতে পারেন৷ অথবা আপনি কম দামে রেডি ই-কমার্স ওয়েবসাইট কিনে নিতে পারেন যা আপনার ব্যাবসার প্রসারতা আরো বৃদ্ধি করবে এবং সুন্দর করবে।
আর আমাদের আছে রেডি ই-কমার্স ওয়েবসাইট সার্ভিস। আজই যোগাযগ করুন ইয়াপ্পোবিডি এর সাথে।
কোন সিএমএস প্লাটফর্মটি বেস্ট?
উপরের আলোচনাটুকু থেকে অবশ্যই আপনাকে একটি ভালো সিএমএসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পেরেছেন ।
কিন্তু এখন যে প্রশ্নটি থেকে যায় তা বেশ পরিষ্কার। উপরোক্ত বৈশিষ্ট্য বিশিষ্ট সিএমএস কোনটি?
তার উত্তরে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ডপ্রেসের সাথে। নামটি হয়তো চেনা চেনা লাগছে।
পৃথিবীর মোট ওয়েবসাইটের ৪০% এমনকি তার চেয়েও বেশি তৈরি হয় ওয়ার্ডপ্রেস দ্বারা।
অর্থাৎ প্রত্যেক ১০০ টি ওয়েবসাইটের ৪০টিই ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত।
আর এ কারণেই আমাদের কাছে এটিই সেরা সিএমএস প্লাটফর্ম।
তবে একটি বিষয় আপনাকে ধাধায় ফেলতে পারে তা হলো WordPress.com এবং WordPress.org।
অনেকেই ওয়ার্ডপ্রেস ডট কমকে সিএমএস ভেবে বসেন যেখানে এটি হলো একটি ব্লগ হোস্টিং প্লাটফর্ম ঠিক ব্লগারের মতো।
অপরদিকে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হলো ফ্রি এবং ওপেন সোর্স সিএমএস যা পূর্বে ব্লগিং এর জন্য ব্যবহৃত হলেও বর্তমানে স্টোর থেকে শুরু করে বিভিন্ন বিজনেসের জন্যও ব্যবহৃত হয়ে আসছে।
আমাদের এই আলোচনায় ওয়ার্ডপ্রস ডট ওআরজি এর কথাই তুলে ধরা হবে।
আর এখন আমরা এর কিছু অনন্য বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করতে যাচ্ছি।
ওয়ার্ডপ্রেস যে কোন প্রকার ওয়েবসাইট বানানোর স্বাধীনতা দিয়ে থাকে।
কোনো প্রকার কোডিং দক্ষতা ছাড়াই ভালো মানের ওয়েবসাইট নির্মাণের সুযোগ প্রদান করে।
ওয়েবসাইটের সুন্দর ডিজাইনের জন্য রয়েছে হাজার হাজার থিম।
এ ছাড়াও থাকছে ফটো গ্যালারি, বিভিন্ন প্রকার ফর্মের মতো ফিচারও।
বিশেষ করে এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য ওয়ার্ডপ্রেস এক অনন্য নাম।
যার ফলে আপনাকে ওয়েবসাইট র্যাংক করানোর কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ওয়ার্ডপ্রেসের রয়েছে এক বিশাল হেল্প এবং সাপোর্ট কমিউনিটি।
যার মাধ্যমে কোনো সমস্যায় পড়লে নিমেষেই তার সমাধান পেয়ে যাবেন।
ডাটা পরিবহনের ক্ষেত্রেও সকল ফাইলকে আপনি. XML আকারে ডাউনলোড করে নিয়ে অন্য কোথাও স্থানান্তর করতে পারবেন।
বিগিনার কিংবা এক্সপার্ট উভয়ের জন্যই উপযুক্ত।
ওয়ার্ডপ্রেসের বাজেট
ওয়ার্ডপ্রেস একটি ফ্রি সিএমএস যেখানে আপনাকে কোনো টাকা ঢালতে হবে না।
তবে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য কিছু ব্যয় করতে হবে। আর একটা ভালো সাইট ডিজাইন করতে ডেভলপার হায়ার করতে হবে।
যার ক্ষেত্রে আপনাকে একটু সচেষ্ট হতে হবে। বেছে নিতে হবে উপযুক্ত কাউকে।
কেননা আপনার টাকা উচ্ছনে যাক তা আপনি কখনোই চাইবেন না।
পরিশেষেঃ
আপনি যে রকম ওয়েবসাইটই চান না কেন ওয়ার্ডপ্রেস আপনাকে সব রকম ওয়েবসাইট বানানোর সুযোগ দিবে।
তাই ওয়ার্ডপ্রেসকে বেছে নেয়া আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে কয়েকগুণে এগিয়ে রাখবে।
আর সেই এগিয়ে থাকাকেই আরও বাড়িয়ে নিতে পারেন একটি ভালো ডিজাইনকৃত এবং এসইও অপ্টিমাইজড সাইট এর মাধ্যমে।
যার জন্য আমরা খুব স্বল্প মূল্যেই এক্সপার্টদের দ্বারা সাইট বানানোর অঙ্গীকার করে থাকি।
ইতোপূর্বে আপনার মতো অনেকেই আমাদের সেবা নিয়েছে যারা এখন কয়েক ধাপ এগিয়ে তাদের সেক্টরে।
তাই আপনিও যদি এগিয়ে থাকতে চান তবে আজই যোগাযোগ করুন ইয়াপ্পোবিডি এর সাথে।