বিত্ত – বৈভব
কতো দু:খ-কষ্টে পালন করে
সন্তানদের সুন্দর ভাবেই গড়ে
তুলতে বিদ্যা শিক্ষা অর্জনের
লক্ষ্যে ভালো ছাত্র ছাত্রীরুপে
গঠনে যত কষ্টের কাজ সারে।
তাঁরা মাথার ঘর্ম পায়ে ফেলে
সন্তানদের সুখ সমৃদ্ধির জন্য
কতো মনঃকষ্ট বেদনা দুর্ভোগ
দুর্গতির ফলে দেহের চর্মটিও
ওঁদের যে মলিন করে তোলে।
মাতা পিতা সর্বস্ব ওদের তরে
মুক্তহস্তে বিলিয়ে দিতে পারে
কখনো কোনভাবে সামান্যও
কার্পণ্যের মনোভাব না রেখে
উন্নতির লক্ষ্যেতে খরচ করে।
স্নেহের বাছাধন তাঁদের যতো
সুখ সমৃদ্ধি শান্তিতে ভবিষ্যত
জীবন যাপনের নিমিত্ত শতো
কষ্ট পরিশ্রম আর স্নেহের ধন
সম্পদ সহজে ব্যয় করে কত!