বিনয়ের মূর্ত প্রতীক
এ পৃথিবীতে যারা আজীবন স্মরণীয়
হয়ে মানুষের হৃদয়ের মধ্যেতে আসন
লাভ করে আছেন তাদের প্রত্যেকেই
বিনয় ও নম্রতার জন্যে তাঁরা বরনীয়!
সর্বকালের মানব বিনয় নম্রতায় সেরা
রসুলে করিম হযরত মুহাম্মদ মোস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক
পছন্দনীয় ভূষণ হিসেবেই মানি মোরা!
বিনয়ী ও নম্র মানুষ ছিলেন শেষ নবী
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুলে পাক হযরত
মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম পরকালে তরাইবার দাবী!
প্রতীক ছিলেন বিনয় ও নম্রতার তিনি
বিনয়ী ছিলেন এতটা যেন তুলনা তাঁর
মেলাই ভার বিনয় ও নম্রতার মাধ্যমে
মানুষকে আপন করে নিয়েছেন যিঁনি!
তাইতো সাক্ষ্য দিয়েছেন আল্লাহ মহান
যা এভাবে وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيْمٍ ‘ আর
নিশ্চয়ই আপনি কত সুমহান চরিত্রের
অধিকারী ’ দয়ায়ও মুক্তি পাব জাহান!