বিনিদ্র রজনী !
সবচেয়ে অধিক মহব্বত যার
পৃথিবীতে যতো মানুষ রয়েছে
অতিরিক্ত থাকে নিজের মা’র।
যদিবা কোন শিশু অসুখ হলে
খাওয়া দাওয়া সবই বন্ধ করে
বিনিদ্র কতো পেরেশানি চলে।
এত আদর সোহাগ করে যায়
অধিক সেবা শুশ্রূষাতে শিশুর
দু:খ দুর্ভোগ সেরে শান্তি পায়।
সব সময় মায়ের দোয়ার ফলে
আল্লাহ তায়ালা অসংখ্য দুর্গতি
নিবারণ করলেই প্রশান্তি মিলে।
তাসবিহ পড়েন নামাজের পরে
কাকুতি মিনতি সন্তানের জন্যে
যা কান্নাকাটি করেন জুরে সুরে!
আল্লার দয়ায় যখন মুক্তি মিলে
ইবাদত বন্দেগীর মাধ্যমে আরো
অগনিত শুকরিয়া আদায় চলে!