বিবর্তন
মানসিক কতই না খারাপ হলে ,
ক্ষতির চিন্তা করে যাচ্ছে ফলে ।
কিভাবেই করবে অন্যের ক্ষতি ,
প্রতিনিয়ত আছে যাদেরই মতি ।
সব কিছুতেই করছে ভেজাল ,
নেইকো তাদের কোন মায়াজাল।
সুষম দ্রব্যেই সদা মিশ্রণ করে ,
খাদ্য প্রাণ নষ্টে দিচ্ছে যে ভরে ।
স্বার্থ সিদ্ধির চিন্তা ফিকির ধরে ,
ছুটছে তারা কতই না জোরে ।
কেমিক্যাল ফরমালিনের মিশ্রণ ,
খানা-খাদ্য যত করছেই দোষণ ।
ফল-ফলাদি ও মাছ-তরকারি ,
বিষতুল্য করছে যত দরকারি ।
চিন্তাই কেবল মুনাফা অর্জন ,
হচ্ছে বিবর্তন কল্যাণের বর্জন !