Similar Posts
বিবিধ
আজ পবিত্র শব-ই-বরাত। শব-ই-বরাত একটি বরকতময় এবং ক্ষমার রাত, তাই আপনার প্রার্থনায় মনোযোগ দিন এবং নফল নামাজের সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। হাদীস শরীফে বলা হয়েছে:إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ‘‘মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী…
জন্মগত অধিকার
মা-বাবার ভালবাসা জন্মগত অধিকারতাঁদের মাঝে বিচ্ছেদের যদি ঘটনা ঘটেশিশুর জন্য হয়ে ওঠে তা অনধিকার। মা কিংবা বাবার যেন একক ভালবাসাবিচ্ছেদের পর থাকে বেড়ে উঠতে তারাবঞ্চিত উভয়ের থেকে জীবন হয় সর্বনাশা। তৃতীয় পক্ষের দায়িত্বে বেড়ে শিশুটি উঠেলাঞ্ছনার হয় শিকার স্বজনহীন এক নির্দয়পরিবেশই শিশুটির জীবনে কতকিছু ঘটে। শিশুরা বিচ্ছেদের ঘটনায়ই হয়ে অসহায়শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হলেসমাজ এবং…