বিমোহিত প্রাণ
এ শহরে এখন ঘুমাবে না অভুক্ত কেহ
দুই বেলায়ই রুটি পাবে সকলে মাথার
ওপর ছাদ রোজী করে হাতে চোখেতে
স্বপ্ন রাস্তা ঘাটেও থাকবে না পড়ে দেহ।
যেনো হাওয়ার সাথে কথা বলবে গাড়ি
ফ্লাইওভার যুক্ত করবে শহরের প্রান্তকে
আরেক প্রান্তের সাথে জমিন আসমানে
জলে চড়ে গাড়ি মিনিটে পৌঁছবে বাড়ি।
এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে
নিমিষেই অনেক তাড়াতাড়ি হাসপাতাল
হবে সুসজ্জিত সুবিধাসম্পন্ন নাদুসনুদুস
স্বাস্থ্যবান শিশুর দ্বারা স্কুল ভরপুর রবে।
ফুলে ফুলে সুশোভিত আর মৃদুমন্দ ঘ্রাণ
যে সুভাষ আর সৌরভ বিস্তৃত হয়ে যাবে
আশপাশ ও চতুর্দিকের আনাচে কানাচে
অবশেষে বিমোহিত হবেই মানুষের প্রাণ।