বিরহের অশ্রু

তোমারই বিরহ কষ্টের অশ্রু
কত যেন গড়ায় চোখে ,
সে কষ্ট আরো শত ভয়ংকর
বুঝে যারা থাকে দু:খে!

কখনো কেউ যদি পর দুঃখে
নাহি হতে পারে সে দুঃখিত,
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি নাম
কখনো যে না হওয়া উচিত।

দুঃখ এড়াবার জন্যে যে আশা
মিটেনা অনেকের জীবনে ,
ধৈর্যের যত বাঁধ না ভেঙে তার
সহ্যের বল যেন পায় মনে!

অসংখ্য অগনিত মানুষ ধরণী
হতে চীর তরে চলে গেছে ,
যারা ইহকাল থেকে পরকালে
যায় ফিরে আর না আসে!

দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহ পাক
কতো অসীম মেহেরবান,
তোমার কৃপার ভরসায় আছি
সকলকে করো পরিত্রাণ!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *