বিরহ ব্যথা
অসীম আদরের মোদের সোনা মনি
অনেক দূরে খোদা চাহেত চলে যাবে
আমরা সকলের মহব্বতের ও খনি !
ঘুম থেকে জেগে উঠে সকালে কত
তার বড় বোন তাইফার সাথে থেকে
একত্রে মিশে খুশি তারা করতো যত!
হাসি খুশিতে থাকত তারা কত না মুগ্ধ
থালা বাটি আর ছোট ছোট ঘটিগুলি
নিয়ে খেলায় দু’জন করত যা আনন্দ!
প্রবাস জীবন তার হোক শত ভালো
বিরহ ব্যাথা সহ্য করে মোরা থাকবো
শত ধৈর্য সহ জ্বালিয়ে মনের আলো!
মায়াবী রুপ তার সাথে আরোও হাসি
আমার ছুটিতে বেড়াতে যেথাম সকল
তারা দু’জনে একত্রে করত কত খুশি।
ছোট নাতনিটি সকলকে রেখে যাবে
সে কুশলে থাকতে আমরা সবে দোয়া
করব আল্লাহর দয়ায় শান্তি সে পাবে।
মোর ছেলে,নাতনি,ছেলে বউসহ সারা
অদ্য ১২ই জানুয়ারি ‘২৩ খৃষ্টাব্দ সুদুর
লন্ডনের উদ্যেশ্যে যাত্রা করলো তারা।
বন্ধু বান্দব গুরুজন যেথায় আছেন যত
সকলে কামনা করবেন তাদের শারিরীক
সুস্থ যেন সর্বদা রাখেন আল্লাহ শত শত।