বিরোধ নিষ্পত্তি

২০১৬ সালে গ্রাম আদালত তো কার্যকর হয়
প্রচলিত আদালতে যতো মামলাজট কমাতে
গ্রাম আদালত গঠন করলে ও এই আদালত
সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের বিরোধ
নিষ্পত্তি করতে পারে বলে সর্বত্র প্রমাণ রয়।

এই আদালতের এখতিয়ারেই রয়েছে অসংখ্য
চুরি ঝগড়া ধোকা ভয়ভীতি দেখানো নারীকে
অমর্যাদা রাস্তাঘাট সংস্কারে বাধা জমি জমার
ঝামেলা পাওনা টাকা আদায় ও গবাদি পশুর
ক্ষতির মতো বিরোধের নিষ্পত্তি করে অগনিত।

আর্থিক এবং কারিগরি সহায়তায় প্রকল্প নেয়
যেন ইউরোপীয় ইউনিয়নের জাতিসংঘ উন্নয়ন
কর্মসূচি গ্রাম আদালতকেই সক্রিয় করতে হয়
আদালতের প্রধান হলেন ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান পাঁচজন সদস্যেরও প্যানেল দেয়।

আদালতের নিরপেক্ষতার প্রশ্ন তোলেন কেহ
ইউনিয়ন পর্যায়ে দলীয় প্রতীকে চেয়ারম্যান
নির্বাচিত হওয়ায়ও অনেক ক্ষেত্রে সালিশের
সঙ্গে জড়িত ব্যক্তিরা নিরপেক্ষতা ভঙ্গ করে
খুশিমত সিদ্ধান্তের অভিযোগ রয় প্রমাণ সহ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *