বিলুপ্ত !
বন জংগলের পশু -পাখি যতো
নির্যাতনের ভয়ে থাকতো কতো।
শক্তি বাহাদুরি চলে যেতে থাকে
অত্যাচারী সকলেই স্মরণ রাখে।
ঐ বীরদের অবস্থা কি যে হলো
সব বাহাদুরি লোপ পেয়ে গেল।
তর্জন গর্জনে কাপতো জংগল
তাদের এখন হয়েছে অমংগল।
বীরত্ব বাহাদুরিও স্থিতিশীল নয়
পর্যায়ক্রমে সব কিছুর ক্ষয় হয়।
গায়ের জোর শক্তি আর বড়াই
বিলুপ্ত হয়ে যায় চড়াই উৎরাই।
পৃথিবীতে যতো বাহাদুরের দল
ধ্বংস হয়েছে তাদের শক্তি বল।
বীরত্বের দাপট কতো যে ছিলো
সময়ের বিবর্তনে বিদায় নিলো।