বিল গেটস

বিল গেটসঃ

শীর্ষ ধনীর তালিকায় বিল গেটস চার নাম্বারে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা । টেকনোলজি বিপ্লবের প্রথম দিকে তিনি বিশ্বের শীর্ষ ধনীর পদটি অনেক দিন দখল করে ছিলেন। এখনও সবচেয়ে ধনী মানুষের নাম আসলে সবার মুখে বিল গেটস এর নাম চলে আসে। ১৯৭৫ সালে বিল গেটস ও পল এলেন মাইক্রোসফট শুরু করেন।
তিনি ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের ম্যানাজিং ডিরেক্টর পদে ছিলেন। পরে তিনি একজন বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অনেক রকম সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন। বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১৪৮ বিলিয়ন ডলার।

বিল গেটস এর জীবনী ও জীবন কাহিনী” (Bill Gates Biography in Bengali)
“ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, বর্তমানে বিল গেটস পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যাক্তিদের মধ্যে ৪ নম্বর স্থানে রয়েছেন”।
আমাদের অবশ্যই জানতে ইচ্ছে করে যে, কিভাবে একটি সাধারণ ছেলে তার বন্ধু পল আলেনের সাথে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করার মাধ্যমে হয়ে উঠলেন পৃথিবীর বিখ্যাত ব্যাক্তিদের একজন।

বিল গেটস কে ? (Who is Bill gates) যাকে আমরা একডাকে বিল গেটস নামে চিনি, উইলিয়াম হেনরি গেটস তৃতীয় (থ্রি), তিনি আর কেউ নন বিখ্যাত কম্পিউটার সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফ্ট -এর অন্যতম প্রতিষ্ঠাতা।
১৩ বছর ধরে ধনিদের তালিকায় প্রথম স্থান ধরে রাখা আমেরিকান business magnet বিল বহু বছর ধরে Microsoft কোম্পানীর chairman, chief executive officer, প্রধান software architect প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
যে PC বা Personal Computer আমরা বর্তমানে ব্যবহার করছি সেটি তৈরী ও প্রত্যেকের বাড়িতে পৌঁছানোর ক্ষেত্রে অমূল্য অবদান রয়েছে তার। সেজন্য তাকে “pioneers of the microcomputer revolution” বা “মাইক্রো কম্পিউটার বিপ্লবের জনক” নামেও বলা হয় ।

Born and Name জন্ম ও নাম :
উইলিয়াম হেনরি গেটস থ্রি মূলত একটি নাম। নামটি সেই ব্যক্তির যাকে আমরা বিল গেটস নামে জানি। মাইক্রোশফট কম্পিউটার বিপ্লবের জনক যিনি।
তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটল (seatle) শহরে ২৮ অক্টোবর ১৯৫৫ সালে জন্মগ্রহন করেন । তার পিতা হলেন উইলিয়াম হেনরি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *