বিশ্বাস হারায়
প্রতারক ব্যক্তি সমাজের চরম নিকৃষ্ট
সর্বদা টকানোর ধান্ধায় থাকে সচেষ্ট।
কেউ করেনাকো তাকে কোন বিশ্বাস
সবার কাছে তার মূল্যায়ন অবিশ্বাস।
মানসিক কলংকের পরিচায়ক চরম
চুর বাটপার ধান্ধাবাজের বন্দু পরম।
প্রতারণার জন্যেই সে বিশ্বাস হারায়
সমাজে ঘৃণিত হয়েও জীবন ঝরায়।
প্রত্যেকের স্নেহ মমতা হতে দূরে যায়
কৃতকর্মের জন্যে আল্লার শাস্তি পায়।
এতে ধ্বংস হয়ে যায় তার যা সম্পদ
উপস্থিত হয় কত বিপদ আর আপদ।
ঈমান একেবারেই আরোও হয় দুর্বল
ফলে শয়তানের প্ররোচনা রয় সবল।
মানুষের বয়সের বরকতই যায় চলে
প্রার্থনা কবুলেরও পথ বন্ধ হয় ফলে।