বেলা শেষে

আমরা মানব জাতি সকল
ভালো কাজ অনুসরণ করে
দূর করব আছে যত নকল।

হিংসা আর বিদ্বেষ রাখব দূর
মিলেমিশে ই বসবাস করলে
জীবন কত হবে যেন সুমধুর।

আমাদের জীবন তো ক্ষনস্থায়ী
একে অন্যের শত ভালো করব
ধরায় কেউ ও থাকবোনা স্থায়ী!

মূল্যবান সময় সবার ই থাকে
অনেকে তো ভালো কাজ করে
বাকিদের যায় তা আরো ফাঁকে!

শক্তিশালী পালোয়ান এবং বীর
রাহাজানিতেই শত অগ্রসর ছিল
অবসানে হয় যে তার গতি ধীর!

দেশ কাল আরো জাতি ও ধর্ম
পার্থক্য না করে গোত্র আর বর্ন
মংগলের তরে সবে করব কর্ম!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *