ব্যবহারে ভাগ্যের উন্নতি
দু:খী এক ছেলে অর্ধেক রুটি খায়
পানি পান করে দু’ হাতের আঁজলা
ভরে হঠাৎ তারই অল্প দূরে বয়সের
ভারে নুইয়ে পড়া এক লোক মাথায়
একটি বড় স্যুটকেস আরোও ডান
হাতে একটি ব্যাগসহ দেখতে পায়।
তাঁকে দেখেই মনে হল খুব কষ্ট হয়
ছেলেটি এগিয়ে ব্যাগটা নিয়ে সাথে
চলতে লাগলো ছেলেটির ব্যবহারে
তিনি খুশি হলে পরেই সাউদাম্পটন
থেকে জাহাজের দ্বারা ও নিউইয়র্ক
যাবার জন্য যথা শীঘ্রই প্রস্তুতি নেয়।
ছেলেটিকে কিছু ডলার দিতে চান
লোকটি জাহাজে ওঠার পূর্বে কিন্তু
সে নিতে অসম্মতি জানালো আর
বিনীত ভাবেই অনুরোধ করলো যে
তিনি যেমন হোক নিউইয়র্ক পর্যন্ত
জাহাজের দ্বারা তাকেও নিয়ে যান।
বৃদ্ধ লোকটি অনুরোধ রাখলেন তার
আটলান্টিক মহাসাগরে জলদস্যুরা
সক্রিয় হলো তখন পথিমধ্যে কবলে
পড়ে যাত্রীরাও সর্বস্ব হারালেন বাঁধা
দিতে গিয়ে জাহাজের ক্যাপ্টেন সহ
কয়েকজন শ্রমিক নিহত হলো যার।
এরপর এক এক করেই ফেলে দিলো
সাগরে জলদস্যুরা সবকে হত্যা করে
ছেলেটি ভবিষ্যতে কাজেই লাগতেও
পারে বলে মারলো না শুধু তাকে পরে
রান্নার কাজেতেই সাহায্য করার জন্য
জাহাজে জলদস্যুদের সে কাজ পেল।