ব্যস্ত সারাক্ষণ
প্রতিনিয়ত চলছেই ভেজালের ছড়াছড়ি
তা ছড়িয়ে দিলেই শান্তিও পায় তড়িঘড়ি!
ভেজালের দায় সারতে করে তাড়াতাড়ি
অসাধু সব ভেজালে করে যা বাড়াবাড়ি!
অন্যদের সমঝাতে পারলে তারাও বাঁচে
পরক্ষণেই ওরা থাকেনা তো আর কাছে!
বাটপার চিটিংবাজরা আছে পাছে পাছে
টকানোতে তারা কত কথাই বলে মিছে!
কোথায় যে কাকে টকায় ব্যস্ত সারাক্ষণ
প্রতিনিয়ত এ ধান্দায় থাকেই তাদের মন!
ধোকাবাজীতে বিলীন হয় রিজিক ও ধন
ক্রমান্বয়ে তাদের আরোও চলে যায় জন!
মান সম্মান ইজ্জত থাকেনা যায় বিফলে
আরাম আয়েশ সবকিছু চলে যায় জলে।
সৎ পথে চলো ধরায় আছো যতো লোক
আল্লাহর দয়ার ফলে থাকবেনাতো দুঃখ।