ব্যাথার জ্বালা !
কতো শতো লোক কষ্টে আছে
কেহো জানে না তাদের ভাগ্যে
কি বা যায় ঘটে আর সুখ শান্তি
অনেকের বেশ দূরে চলে গেছে!
অনেকে ব্যাধি যাতনায় ভোগে
দুর্বিষহ অবস্থা আর কত যেন
ব্যাথা যন্ত্রণার মধ্যে যত সময়
অতিক্রম করছে কঠিন রোগে!
কষ্ট সহ্য করে সবে চলতে হয়
জীবনে যার যতো কিছুই ঘটে
সব কিন্তু আল্লাহর আদেশের
ফলে যা সকলের ললাটে রয়!
সৃষ্টি কর্তা অসংখ্য মেহেরবান
তাঁর অসীম অনুগ্রহের ফলেই
মোদের যাবতীয় ব্যাথা বেদনা
সকল কিছুতেই পাই পরিত্রাণ!